নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে একচ্ছত্র রাজ করে চলেছে Jio। এই মুহূর্তে যে চারটি টেলিকম সংস্থা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে সেই চারটি টেলিকম সংস্থার মধ্যে সবার শেষে ব্যবসা শুরু করেছিল এই জিও। তবে দারুণ দারুণ অফার এবং সস্তায় পরিষেবা প্রদান করার কারণে এখন এই সংস্থার সিম কার্ড বাড়িতে বাড়িতে।
4G পরিষেবা এনে যেমন এই টেলিকম সংস্থা দেশবাসীকে টেলিকম জগতে বৈপ্লবিক উপহার দিয়েছিল ঠিক তেমনি এবার তারাই যে দেশের সবথেকে বড় 5G নেটওয়ার্ক তৈরি করতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। 5G স্পেক্ট্রাম নিলামে এই টেলিকম সংস্থা সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে।
কোন টেলিকম সংস্থা আগে 5G নিয়ে আসবে তা নিয়েও এখন দেশবাসীর মধ্যে কৌতূহলের শেষ নেই। প্রথমদিকে শোনা যাচ্ছিল এয়ারটেল প্রথম 5G পরিষেবা আনতে পারে। পরে আবার প্রথম 5G আনবে জিও এমনই শোনা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই 5g পরিষেবা কারা কবে লঞ্চ করবে তা নিয়ে কিছু জানা যায়নি।
তবে যে পরিমাণে বিপুল অংকের টাকা বিনিয়োগ করেছে জিও তাতে আশা করা হচ্ছে এই টেলিকম সংস্থা এই দেশে প্রথম 5G পরিষেবা শুরু করে দেবে। পাশাপাশি আগামী ২৯ আগস্ট রয়েছে রিলায়েন্সের ইন্ডাস্ট্রিজের বার্ষিক সভা। প্রতিবছর এই বার্ষিক সভায় সংস্থার তরফ থেকে কোন না কোন চমক দেওয়া হয়। এবার এই চমক হিসেবে 5G পরিসেবা চালু করার ঘোষণাও থাকতে পারে।
ওয়াকিবহাল মহল মনে করছে, আগামী ২৯ আগস্ট অন্যান্য বছরের মত এই বছরও চমক দিতে পারে রিলায়েন্স। আর যদি সেই চমকে 5G চালু করার ঘোষণা হয় তাহলে যে ১৩ টি শহরে প্রথম এই পরিষেবা চালু হবে সেই ১৩ টি শহর হল নয়া দিল্লি, চণ্ডীগড়, গুরুগ্রাম, মুম্বই, গান্ধীনগর, আহমেদাবাদ, জামনগর, পুনে, লখনউ, কলকাতা, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাই। এরপর ১০০০ টি শহরে এই পরিষেবা চালুর টার্গেট রয়েছে।