নিজস্ব প্রতিবেদন : বর্তমান যুগে ক্রেডিট কার্ড হয়তো সবার হাতে না পৌঁছালেও ডেবিট কার্ড মোটামুটি অধিকাংশ মানুষের হাতেই পৌঁছে গিয়েছে। এই দুই ধরনের কার্ড পৌঁছে যাওয়ার পাশাপাশি এদের ব্যবহার বেড়েছে বিপুল পরিমাণে। নগদ তোলার জন্য এই সকল কার্ড ব্যবহার করার পাশাপাশি ব্যবহার করা হয় অনলাইন শপিং সহ বিভিন্ন জায়গায় পেমেন্টের ক্ষেত্রেও।
তবে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি নিয়ম জারি করা হয়েছে যা কার্ড ব্যবহারকারী এবং সংস্থা প্রত্যেককেই মানতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা নতুন এই নিয়ম হল টোকেনাইজেশন। আগে যেমন কার্ডের বিবরণ, সিভিভি এবং কার্ড এক্সপায়ারি ডেট দিলেই পেমেন্ট হয়ে যেত। কিন্তু এবার এক্ষেত্রে আসছে বদল।
ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের অনলাইন পেমেন্টের ক্ষেত্রে টোকেনাইজেশন ব্যবস্থা চালু করার শেষ তারিখ হল ৩০ সেপ্টেম্বর। এর মধ্যেই অনলাইনে কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা সংস্থাগুলিকে এই ব্যবস্থা চালু করতে হবে এবং ব্যবহারকারীদের এই নিয়ম মেনে চলতে হবে। তা না হলে আপনার কার্ডের সুরক্ষা প্রশ্নের মুখে পড়তে পারে।
এই ব্যবস্থার মাধ্যমে যে কোন গ্রাহকের ক্রেডিট অথবা ডেবিট কার্ডের আসল তথ্য অনলাইন শপিং ওয়েবসাইট সহ অনলাইন পেমেন্ট গ্রহণ করা সংস্থাগুলির কাছে থাকবে না। পরিবর্তে কোড বসানো থাকবে ওয়েবসাইটে। সেটিকেই বলা হচ্ছে টোকেন। সাধারণত প্রতারকদের হাত থেকে কার্ড ব্যবহারকারীদের রক্ষা করার জন্যই এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
যদিও এই পরিষেবা বাধ্যতামূলক নয় বলেও জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। সেই অনুযায়ী কোন গ্রাহক যদি এই ব্যবস্থার সুবিধা ওঠাতে না চান তাহলে তিনি আগের মতোই পেমেন্ট করতে পারবেন। যারা এই সুবিধা নিতে চান তাদের অনলাইনে পেমেন্ট করার সময় ‘সিকিওর ইউর কার্ড’ অপশনটি বেছে নিতে হবে।