নিজস্ব প্রতিবেদন : প্রায় প্রতিটি মানুষই দৈনন্দিন জীবনযাপনের জন্য রোজগার এবং খরচ করার পাশাপাশি সঞ্চয় করার জন্য মুখিয়ে থাকেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সঞ্চয় করেন তারা। আবার সঞ্চয় করার ক্ষেত্রে বেশি সুদ যে স্কিমে পাওয়া যায় তার দিকেই ঝুঁকতে দেখা যায় আমানতকারীদের।
আমানতকারীরা মূলত বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট অথবা অন্য কোন ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন। আবার অনেকেই বিনিয়োগ করে থাকেন মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার ইত্যাদিতে। তবে নির্ভরতা এবং ভালো সুদ পাওয়ার কারণে বিনিয়োগকারীদের বড় অংশের মানুষকে বিনিয়োগ করতে দেখা যায় পোস্ট অফিসে।
পোস্ট অফিসের তরফ থেকে সেই রকমই এবার এমন একটি স্কিম আনা হয়েছে যাতে বিনিয়োগকারীরা ৭.৪ শতাংশ সুদ পাবেন তাদের বিনিয়োগের উপর। পোস্ট অফিসের তরফ থেকে এই যে স্কিমটি আনা হয়েছে তা হলো প্রবীণ নাগরিকদের জন্য। এই স্কিমের নাম দেওয়া হয়েছে ‘সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম’।
এই প্রকল্পের মাধ্যমেই প্রবীণ নাগরিকরা পোস্ট অফিসে তাদের বিনিয়োগ করার পাশাপাশি ঝুঁকিহীন ভাবে বড় অংকের সুদ পেতে পারেন। এই প্রকল্পে পাঁচ বছরের জন্য বিনিয়োগকারীদের টাকা জমা রাখতে হয়। যদিও খুব প্রয়োজন থাকলে আবেদনের ভিত্তিতে ম্যাচুরিটি হওয়ার আগে তিন বছরের মধ্যে টাকা তোলা যায়। এই প্রকল্পের আওতায় এক অথবা একাধিক, নিজের নামে অথবা স্বামী স্ত্রী যৌথভাবে অ্যাকাউন্ট খোলা যায়।
এই প্রকল্পের আওতায় বিনিয়োগের সর্বোচ্চ পরিমাণ হলো ১৫ লক্ষ টাকা। আবার ন্যূনতম বিনিয়োগ মাত্র ১ হাজার টাকা। বিনিয়োগ করার ক্ষেত্রে যদি এক লক্ষ টাকার নিচে বিনিয়োগ করা তাহলে নগদে বিনিয়োগ করা যেতে পারে। তবে যদি এই টাকা এক লক্ষ টাকার বেশি হয়ে দাঁড়ায় তাহলে চেক মারফত পেমেন্ট করতে হবে।