নিজস্ব প্রতিবেদন : সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের পর যেমন পেনশনের ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনই আবার এই সকল সরকারি কর্মচারীদের মৃত্যু হলে পেনশন পেয়ে থাকেন পরিবারের সদস্যরা। তবে যে সকল সরকারি কর্মচারী কোন কারণবশত নিখোঁজ হয়ে যান তাদের পরিবারের সদস্যদের পেনশন পাওয়া নিয়ে ভোগান্তির শিকার হতে হতো। এই জায়গায় এবার কেন্দ্রের তরফ থেকে এই সকল পরিবারের সদস্যদের স্বস্তি দেওয়া হল।
কেন্দ্রের তরফ থেকে নিখোঁজ সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের পেনশন পাওয়ার ক্ষেত্রে আনা হয়েছে শিথিলতা। এই শিথিলতা আনার ফলে বহু নিখোঁজ সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যরা সহজেই পেনশনের সুবিধা পেতে সক্ষম হবেন। বিশেষ করে এই সংক্রান্ত ঘোষণার পর উত্তর-পূর্ব, মাও অধ্যুষিত এবং জম্মু-কাশ্মীরের মতো এলাকার নিখোঁজ সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যরা স্বস্তি পেলেন।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই নিয়মে ছাড় দেওয়ার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, যে সমস্ত সরকারি কর্মচারীরা ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় রয়েছেন তারা নিখোঁজ হলে তাদের পরিবারের সদস্যরা সত্বর পেনশনের সুবিধা পাবেন। সুবিধা প্রদানের পর যদি পুনরায় ওই সরকারি কর্মচারী ফিরে আসেন তাহলে যে সময়কালে পেনশন দেওয়া হয়েছিল সেই টাকা কেটে নেওয়া হবে।
এর আগে কোন সরকারি কর্মচারী নিখোঁজ হয়ে গেলেও পেনশনের সুবিধা পেতেন না তার পরিবারের সদস্যরা। পেনশনের সুবিধা তখনি দেওয়া হতো যখন ওই সরকারি কর্মচারীকে মৃত বলে ঘোষণা করা হতো। এর ফলে বহু নিখোঁজ সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যরা অসুবিধার সম্মুখীন হয়েছেন। কারণ বছরের পর বছর ধরে তারা নিখোঁজ থাকলেও যতক্ষণ না মৃত ঘোষণা করা হতো ততক্ষণ পেনশনের সুবিধা পেতেন না।
ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় যদি এই নতুন নিয়ম অনুযায়ী নিখোঁজ সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের বেতন দেওয়া শুরু হয় তাহলে এনপিএসের আওতায় পারমানেন্ট অ্যাকাউন্ট বাতিল করা হয়। তবে যদি পুনরায় ওই নিখোঁজ কর্মীকে খুঁজে পাওয়া যায় অথবা তিনি প্রকাশ্যে আসেন তাহলে এই নম্বর আবার চালু করে দেওয়া হবে পেনশনের টাকা কেটে নেওয়ার পর। সামাজিক উন্নয়নের জন্যই এই সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে।