নিজস্ব প্রতিবেদন : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় প্রতিবছর ২৯ আগস্ট। সেই মোতাবেক এই বছর এই সাধারণ বার্ষিক সভা হয় সোমবার। বার্ষিক এই সাধারণ সভায় প্রতিবছর রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নতুন নতুন কিছু ঘোষণা করতে দেখা যায়। সেই ঘোষণার ব্যতিক্রম হয় নি এইবারও।
এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় যে সকল ঘোষণা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ঘোষণা হল 5G লঞ্চ। দিওয়ালি বা কালীপুজোর আগেই দেশের চারটি শহরে এই পরিষেবা চালু হবে বলে ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। চারটি এই শহরের মধ্যে রয়েছে মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা। এছাড়াও আরো কিছু শহরে ফাইভ-জি পরিষেবা চালু করবে বলেও জানানো হয়েছে।
কালীপুজোর আগে চারটি শহরে 5G পরিষেবা চালু হওয়ার পাশাপাশি আগামী ২০২৩ সালের মধ্যেই দেশের সব জায়গায় এই 5G পরিষেবা পৌঁছে দেওয়ার ঘোষণা করা হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফ থেকে। এছাড়াও আরও একটি ঘোষণা করা হয়েছে, সেটি হলো ভার্চুয়াল কম্পিউটার। যাকে সংস্থার তরফ থেকে বলা হচ্ছে Jio Cloud PC।
এর পরিপ্রেক্ষিতে মুকেশ আম্বানি জানান, “এতদিন বাড়ি বাড়ি নতুন কম্পিউটার কেনার পরেও তা কয়েক বছর পরে আপগ্রেড করতে হত। কিন্তু JioAirFiber-এর মাধ্যমে জিও গ্রাহকরা এই খরচ বাঁচিয়ে ভার্চুয়াল PC ব্যবহার শুরু করতে পারবেন। ক্লাউড থেকে চলবে এই কম্পিউটার।”
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই ঘোষণার ফলে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রেও যে সকল বাড়তি খরচ বহন করতে হয় তা কমে যাবে বলে আশা করা হচ্ছে। যদিও এই পরিষেবা কবে লঞ্চ হবে অথবা এর জন্য ব্যবহারকারীদের কত টাকা খরচ বহন করতে হবে তা সম্পর্কে এই বার্ষিক সাধারণ সভায় কিছু বলা হয়নি।