নিজস্ব প্রতিবেদন : যত দিন যাচ্ছে ততই বৈপ্লবিক পরিবর্তন আসছে টেলিকম জগতে। এই বৈপ্লবিক পরিবর্তনের ক্ষেত্রে এখন ভারতে 5G লঞ্চ হওয়ার মুখে। বাজারে যেমন বৈপ্লবিক পরিবর্তন আসছে ঠিক তেমনি টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিনিয়ত চলছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এবার এক কদম এগিয়ে গেল Airtel।
ভারতের টেলিকম বাজারে বর্তমানে মূলত এয়ারটেল এবং জিও এই দুই টেলিকম সংস্থার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে। দুই টেলিকম সংস্থা এখন গ্রাহক সংখ্যা নিরিখে প্রায় ধারে কাছে। এমন পরিস্থিতিতে এয়ারটেল যে অফার নিয়ে এসেছে তাতে রীতিমত ‘থ’ হতে হচ্ছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিওকে।
এমনিতে এয়ারটেল গ্রাহকদের ২৮ দিনের জন্য আনলিমিটেড কল এবং প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পাওয়ার জন্য রিচার্জ করতে হয় ২৯৯ টাকা। কিন্তু এই রিচার্জ প্ল্যানটি এখন পাওয়া যাচ্ছে মাত্র ৯ টাকায়। এই অফার পেতে হলে কি করতে হবে সেই সম্বন্ধে চলুন জেনে নেওয়া যাক।
এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য এই যে অফারটি নিয়ে এসেছে তা লাকি ড্র অফার হিসাবে নিয়ে এসেছে। ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান মাত্র ৯ টাকায় সেই সকল গ্রাহকরা পেতে পারেন যাদের নাম এই লাকি ড্র অফারে উঠে আসবে। এই অফারে আপনার নম্বর রয়েছে কিনা তা দেখা যাবে Airtel Thanks অ্যাপে। অর্থাৎ এই অ্যাপ যদি আপনার ইনস্টল না করা থাকে তাহলে আপনাকে তা ইন্সটল করে নিতে হবে।
এই অ্যাপের মধ্যে একটি লাকি ড্র অপশন দেখতে পাওয়া যাবে। এই অ্যাপের মধ্যে যদি আপনার নম্বর লাকি ড্রতে উঠে থাকে তাহলে আপনি একটি কোড পাবেন। সেই কোড ব্যবহার করে এই সুবিধা পেতে পারেন। এর পাশাপাশি আপনার নম্বর এই তালিকায় রয়েছে কিনা তা আপনি দেখতে পারবেন এয়ারটেল ওয়েবসাইট থেকেও।