নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেড়শ কোটির জনসংখ্যার দেশে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ট্রেনের উপর নির্ভর করে যাতায়াত করেন। জরুরী কাজ, ভ্রমণ সব ক্ষেত্রেই যাতায়াতের জন্য অধিকাংশ যাত্রীরা ট্রেনকেই বেছে নেন। কম খরচ এবং কম সময়ে যাতায়াতের সুবিধা থাকার জন্য এই রেল পরিষেবা গণপরিবহনের মেরুদণ্ড হয়ে উঠেছে।
রেল পরিষেবা যেমন গণপরিবহনের মেরুদন্ড, ঠিক তেমনি ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়ত এই রেল পরিষেবাকে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে। এবার বিভিন্ন পদক্ষেপের মধ্যে ভারতীয় রেল এমন এক পদক্ষেপ নিলো যা রীতিমতো যুগান্তকারী এবং আপনাকে অবাক করে দিতে পারে।
ভারতীয় রেলের তরফ থেকে রেল স্টেশনগুলিতে এমন এক পানীয় জলের মেশিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে যেগুলি বাতাস থেকেই জল তৈরি করতে সক্ষম। এই প্রযুক্তি হলো জাতিসংঘ স্বীকৃত। অ্যাটমোস্ফিয়ারিক ওয়াটার জেনারেশন মেশিন, যার নাম দেওয়া হয়েছে মেঘদুত। এই মেশিন ঘনীভবনের বিজ্ঞানকে কাজে লাগিয়ে জল তৈরি করে।
চলতি বছর জুন মাসে এই প্রযুক্তির মেশিন ব্যবহার করার জন্য জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট-এর গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (SDGs)-এর লিডার হিসাবে স্বীকৃতি পেয়েছিল। আপাতত এই ধরনের মেশিন সেন্ট্রাল রেলওয়ের মুম্বাই ডিভিশনের ছয়টি রেলস্টেশনে বসানো হয়েছে। খুব তাড়াতাড়ি দেশজুড়ে এই মেশিন বসানোর পরিকল্পনা নিচ্ছে ভারতীয় রেল।
এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য রেলের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কিছু সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। এই প্রকল্পের জন্য কোটি কোটি টাকা খরচ করছে ভারতীয় রেল। এর ফলে স্টেশনে আসা যাত্রীরা পরিশুদ্ধ জল পাবেন সহজেই।