নিজস্ব প্রতিবেদন : সামনেই দুর্গাপুজো। দুর্গা পুজোর আগে ইতিমধ্যেই চারদিকে শপিং করার ধুম শুরু হয়েছে। জেলায় জেলায় শপিংয়ের ধুম বাড়ার পাশাপাশি ভির জমতে দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন বাজারে। কলকাতায় এমনিতেই প্রতিদিন জেলা থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে। পুজোর আগে এই ভিড় এখন আরও বেশি।
পুজোর আগে কলকাতায় এই ভিড় বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে জেলাগুলি থেকে মানুষদের জমায়েত বাড়া। জেলার বহু মানুষ রয়েছেন যারা কলকাতায় শপিং করতে ভালোবাসেন। পাশাপাশি কলকাতায় জিনিসপত্রের দাম অনেক কম হওয়ার কারণেও অনেকে ভিড় জমাতে শুরু করেন। এছাড়াও রয়েছে ব্যবসায়ীদের ভিড়।
বর্তমানে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে সপ্তাহান্তে শনিবার এবং রবিবার। এই সময়ে অতিরিক্ত ভিড়ের চাপে চাপ বাড়ছে গণপরিবহনেও। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যে অতিরিক্ত মেট্রো চালানোর পাশাপাশি অতিরিক্ত সরকারি স্পেশাল বাস চালানোর সম্মতি দিয়েছে রাজ্য পরিবহন দপ্তর।
বাড়তি এই বাস চালানো হবে ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত সপ্তাহের শনিবার এবং রবিবার বিভিন্ন শপিং ডেস্টিনেশন ছুঁয়ে নয়টি রুটে চলবে এই সকল বাস। বাসগুলি নন এসি এবং স্পেশাল হলেও ভাড়া সাধারণ বাসের মতোই থাকবে। এই সকল বাসগুলির সামনে লেখা থাকবে পুজো শপিং স্পেশ্যাল। এর ফলে বাইরে থেকে আসা মানুষেরা সহজে বুঝতেও পারবেন।
এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটে আর আর অ্যাভিনিউ-রাজভবন-বিবাদি বাগ-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ পূর্ব।
এসপ্ল্যানেড থেকে ডানলপ রুটে সিআর অ্যাভিনিউ-সেন্ট্রাল মেট্রো-গিরিশ পার্ক-বিবেকানন্দ রোড-হাতিবাগান-শ্যামবাজার-বিটি রোড-সিঁথি।
শ্যামবাজার-বারাকপুর কোর্ট রুটে বিটি রোড-চিড়িয়ামোড়-রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-সিঁথি-ডানলপ-টিটাগড়-সোদপুর।
গড়িয়াহাট-হাওড়া স্টেশন রুটে দেশপ্রিয় পার্ক-রাসবিহারী ক্রসিং-হাজরা-এক্সাইড-পার্ক স্ট্রিট মেট্রো- মেয়ো রোড-আকাশবানী।
গড়িয়াহাট-পর্ণশ্রী রুটে দেশপ্রিয় পার্ক-রাসবিহারী-টালিগঞ্জ ফাঁড়ি-তারাতলা।
গড়িয়াহাট-বেহালা চৌরাস্তা রুটে দেশপ্রিয় পার্ক-চেতলা-তারাতলা।