শিক্ষক দিবসে জোটেনি মাংস ভাত, রাগে বিক্ষোভ পড়ুয়াদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে নানান অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যায়। এই সকল অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি থাকে ভুরিভোজ। তবে এই ভুরিভোজের আয়োজন করেই বিপত্তি বাঁধলো এক স্কুলে। সময়ে মাংস ভাত না পেয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে স্কুল কর্তৃপক্ষ।

Advertisements

মাংস ভাত না পেয়ে এমন হুলস্থুল কান্ড বাঁধে হুগলিতে। সেখানে পোলবার আলিনগর ইয়াসিন মণ্ডল স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে পড়ুয়াদের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল এবং খাবারের মেনুতে ছিল মাংস ভাত। কিন্তু তা খেতে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা এবং স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখান।

Advertisements

পড়ুয়াদের এই বিক্ষোভ এক সময় চরম পর্যায়ে এসে পৌঁছায়। এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এই পরিস্থিতি থেকে পড়ুয়াদের শান্ত করার জন্য ঘটনাস্থলে আসতে হয় পুলিশকে। চানা যাচ্ছি স্কুলের শিক্ষকরা চাঁদা করে স্কুলের প্রতিটি পড়ুয়াকে শিক্ষক দিবস উপলক্ষে এই খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করেছিলেন। এই স্কুলে মোট ১১০০ জন পড়বা রয়েছেন বলেও জানা যাচ্ছে।

Advertisements

পড়ুয়াদের একাংশের অভিযোগ, তাদের প্রধান শিক্ষক তাদের দুপুরে খাবার খেতে দেন নি। এমনকি কেন খাবার খেতে দেওয়া হয়নি এই কারণ জানতে চাওয়া হলে পড়ুয়াদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন বলে দাবি করা হয়েছে ওই পড়ুয়াদের একাংশের তরফ থেকে। এমনকি অভিযোগ এরপর তাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়।

ঘটনার পরেই পড়ুয়ারা তাদের স্কুলের সামনে আলীনগর মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনার পরেই অবরুদ্ধ হয়ে পড়ে চুঁচুড়া তারকেশ্বর রাস্তায় যান চলাচল। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই স্কুলের প্রধান শিক্ষক পার্থ ঘোষ দাবী করেছেন, এটি একটি অনভিপ্রেত ঘটনা। যারা রান্নার দায়িত্বে ছিলেন তারা সময়ে পড়ুয়াদের খাবার দিতে পারেননি। যদিও বিষয়টি পড়ে মিটে যায় আলোচনার মাধ্যমে।

Advertisements