নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের ৯৯% মানুষের হাতে পৌঁছে গিয়েছে আধার নম্বর। এই আধার নম্বর ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধার নম্বর ছাড়া সরকারি ক্ষেত্রে ভর্তুকির সুবিধা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, প্যান কার্ড তৈরি করা সহ বিভিন্ন পরিষেবা পাওয়া যায় না। তবে এসবের মাঝেই এবার ইউআইডিআই-এর তরফ থেকে দারুন খবর দেওয়া হল।
এবার আধার নম্বর ব্যবহার করেই দেখা যাবে ব্যাঙ্ক ব্যালেন্স। এমনকি এই ব্যাংক ব্যালেন্স দেখার জন্য কোনরকম ইন্টারনেটের প্রয়োজন হবে না বলেও জানানো হয়েছে আধার প্রস্তুত ও সরবরাহকারী সংস্থা ইউআইডিআই-এর তরফ থেকে। এই সুবিধা আনার ফলে দেশের বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
বর্তমানে যে সকল স্মার্টফোন ব্যবহারকারীরা ইউপিআই অ্যাপ ব্যবহার করেন তারা সহজেই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারেন। কিন্তু যাদের কাছে এই সকল নেই তাদের পক্ষে ব্যালেন্স জানা অতটা সহজ নয়। এই পরিস্থিতিতে নতুন এই ব্যবস্থা সেই সকল নাগরিকদের জন্য সুবিধা এনে দেবে।
আধার নম্বর ব্যবহার করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার জন্য ব্যাংকের সঙ্গে থাকা রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে *99*99*1# ডায়াল করতে হবে। এরপর নির্দিষ্ট জায়গায় দিতে হবে আধার নম্বর। এই আধার নম্বর দিতে হবে মূলত ভেরিফিকেশন করার জন্য। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই ইউআইডিআই এর তরফ থেকে ব্যবহারকারীর নম্বরে এসএমএস আকারে জানিয়ে দেওয়া হবে তার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স।
*99*99*1# নম্বর ডায়াল করে ব্যালেন্স দেখার জন্য কোনরকম ইন্টারনেট প্রয়োজন হবে না, এমনকি প্রয়োজন হবে না কোন স্মার্টফোন। যে সকল ফিচার ফোন রয়েছে সেগুলি ব্যবহার করেও এই পদ্ধতিতে ব্যাংক ব্যালেন্স জানা যাবে। এই ব্যবস্থার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রবীণ নাগরিকরা বলেই মনে করা হচ্ছে।