গাড়ি কিনবো ভাবছেন, পুজোর আগে Tata দিচ্ছে দুর্দান্ত ছাড়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হতেই বিভিন্ন সংস্থা বিভিন্ন ধরনের অফার দিতে শুরু করেছে। এই সময় অনেকেই নতুন নতুন জিনিসপত্র কেনার পরিকল্পনা করে থাকেন। নতুন নতুন জিনিসের পাশাপাশি অনেকেই পরিকল্পনা করে থাকেন নতুন গাড়ি কেনার। নতুন গাড়ি কেনার পরিকল্পনা যারা করছেন তাদের জন্য এবার সুখবর দিল Tata মোটরস।

Advertisements

এই সংস্থা তাদের গাড়ির উপর পূজোর আগে দুর্দান্ত ছাড়ের ঘোষণা করেছে। এই অফার অনুযায়ী গ্রাহকদের ৪০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। নগদ ছাড়, কর্পোরেট ডিস্কাউন্ট ও এক্সচেঞ্জ বোনাসের মত সুযোগ রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে এই অফার শুরু হয়েছে।

Advertisements

Tata Harrier : এই মডেলের সমস্ত রকম ভেরিয়েন্টের উপর ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এর পাশাপাশি কর্পোরেট ক্রেতারা ৫০০০ টাকা বাড়তি ছাড় পাবেন এই গাড়ি কেনার ক্ষেত্রে।

Advertisements

Tata Safari : ১৯৫৬ সিসি ইঞ্জিনের এই গাড়িতে কোনরকম কর্পোরেট ছাড় দেওয়া না হলেও ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। 167.67 BHP-র পাওয়ার, ম্যানুয়াল ও অটোমেটিক, এই দুই ট্রান্সমিশনেই এই গাড়ি পাওয়া যায়।

Tata Tigor : এই গাড়ির ক্ষেত্রে মোট ২০ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। যার মধ্যে ১০০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে নগদ এবং ১০০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে এক্সচেঞ্জ বোনাস হিসাবে। এছাড়াও রয়েছে তিন হাজার টাকার কর্পোরেট ছাড়। তবে এই মডেলের ইলেকট্রিক ভার্সনে কোন ছাড় নেই।

Tata Tiago : টাটার অন্যতম জনপ্রিয় এই গাড়িতে মোট ২০ হাজার টাকা ছাড় পাওয়া যেতে পারে। ১০ হাজার টাকা নগদ এবং ১০ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও ৩০০০ টাকা কর্পোরেট ছাড় রয়েছে।

Tata Nexon : এই মডেলের গাড়িতে ডিজেল ভেরিয়েন্টের উপর রয়েছে ১৫০০০ টাকার এক্সচেঞ্জ ছাড় এবং ৫০০০ টাকার কর্পোরেট ছাড়। পেট্রোল ভেরিয়েন্টের উপর তিন হাজার টাকা কর্পোরেট ছাড় রয়েছে। ইলেকট্রিক ভার্সনে কোন ছাড় নেই।

Advertisements