নিজস্ব প্রতিবেদন : দেশ জুড়ে শুরু হয়ে গেছে উৎসবের মরশুম। উৎসবের এই মরসুম আসার পাশাপাশি ছুটিছাটাতে ভ্রমণের জন্য বেরিয়ে পড়েন ভ্রমণ পিপাসুরা। এবার ভ্রমণ পিপাসুদের কম খরচে এই সকল পাহাড় ভ্রমণ করার সুযোগ করে দিচ্ছে আইআরসিটিসি।
অসমের সুন্দর পাহাড়ে ঘেরা হাফলং : অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে অসমের হাফলং পাহাড় হল স্বর্গরাজ্য। সারা বছর এখানে মনোরম পরিবেশ বজায় থাকে। বর্ষার সময় এবং বর্ষার পর এখানকার সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। এটি হলো অসমের একমাত্র হিল স্টেশন। এই হিল স্টেশন ঘুরে দেখার জন্য আইআরসিটিসি যে প্যাকেজ নিয়ে এসেছে তার খরচ হলো ১৪,৫৭৫ টাকা। যাত্রা শুরু হবে ৫ নভেম্বর ২০২২।
মহীশূর কুর্গ উটি ভ্রমণ : ঐতিহাসিক ভ্রমণ প্রেমীদের কাছে মহীসূর হল অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। কর্নাটকের চামুন্ডি পাহাড়ের পাদদেশে এই জায়গা হল এখানকার তৃতীয় জনবহুল জায়গা। আবার কুর্গকে বলা হয় ভারতের স্কটল্যান্ড। উটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এই সকল সমস্ত জায়গা কম খরচে ঘোরানোর প্যাকেজ এনেছে আইআরসিটিসি। এই তিন জায়গা ঘোরানোর খরচ নেওয়া হচ্ছে ৩৩ হাজার ৭০০ টাকা। যাত্রা শুরু হবে ২৯ নভেম্বর ২০২২।
লাদাখ : সারা বছর বরফে ঢাকা থাকা লাদাখ ভ্রমণের ইচ্ছে অনেকের আছে। যে কারণে অনেকে বাইক চালিয়েও লাদাখ পৌঁছে যান। এবার আইআরসিটিসি এই লাদাখ ভ্রমণের জন্য যে প্যাকেজ নিয়ে এসেছে তার জন্য ৭ দিন ৬ রাতের ভ্রমণের খরচ ৩২,৯৬০ টাকা।
ম্যাজিক্যাল লাদাখ : আইআরসিটিসি-র তরফ থেকে আরও একটি প্যাকেজ আনা হয়েছে, আর সেই প্যাকেজটি হলো ম্যাজিক্যাল লাদাখ। এই প্যাকেজের জন্য রাখা হয়েছে মোট ৮ দিন ৭ রাত। এর জন্য খরচ হবে ৪৩,৯০০ টাকা।