নিজস্ব প্রতিবেদন : ভারতের বিপুল জনসংখ্যার দেশে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। দূরপাল্লার ট্রেনে কেউ স্লিপার, কেউ আবার এসে কামরায় যাতায়াত করেন। এবার ট্রেনের এসি ইকোনোমিক ক্লাসে যে সকল যাত্রীরা যাতায়াত করেন তাদের জন্য পুরনো দিনের এই সুবিধা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রেল।
করোনাকালে দেশের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এসি কামরায় বিছানা বালিশ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি ট্রেনের বগিতে পর্দার ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। এই সকল ব্যবস্থা এবার পুনরায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রেল। বৃহস্পতিবার রেল মন্ত্রক এবং রেল বোর্ড যৌথভাবে এই ঘোষণা করেছে।
২০২০ সালে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর যখন পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছিল সেই সময় মনে করা হচ্ছিল পুনরায় এই সকল সুবিধা ফিরে আসতে পারে। কিন্তু রেলের তরফ থেকে ২০২১ সালের ৫ মে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে জানায়, আগের সিদ্ধান্ত বহন রাখার বিষয়ে। তবে বৃহস্পতিবার রেল মন্ত্রক এবং রেল বোর্ডের ঘোষণায় আগের সেই স্বাচ্ছন্দ ফিরে আসছে।
রেলের এসি ইকোনোমি কামরায় আগের মতই বিছানা, বালিশ, চাদর, কম্বল ইত্যাদি দেওয়া শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে। আপাতত এই দিন স্থির করা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী। করোনা অতি ছোঁয়াচে হওয়ার কারণে এই সকল জিনিসপত্র দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এবার ফের এই ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেকেই উপকৃত হবেন।
যদিও করোনাকালে রেলের তরফ থেকে বিছানা বালিশ দেওয়া না হলেও তারা দুই ধরনের কিট চালু করেছিল। একটি ছিল ৩০০ টাকা এবং অন্যটি ছিল ১৫০ টাকার। সেই সকল কিট রেলকে ফেরত দেওয়ার দরকার ছিল না। যাত্রীরা ইচ্ছে করলে বাড়ি নিয়ে আসতে পারতেন, আবার ইচ্ছে করলে নির্দিষ্ট জায়গায় তা ফেলে আসার অনুমতি ছিল। ৩০০ টাকার কিটে দেওয়া হয় একটি কম্বল, একটি বিছানায় পাতার চাদর, একটি বালিশ, বালিশের কভার, একবার ব্যবহার করেই ফেলে দেওয়া যায় এমন একটি ব্যাগ, টুথপেস্ট, টুথব্রাশ, চুলে মাখার তেল, চিরুনি, স্যানিটাইজার, পেপারসোপ এবং টিস্যু পেপার। ১৫০ টাকায় দেওয়া হতো কেবলমাত্র কম্বল।