নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের যুগান্তকারী পরিবর্তন হিসাবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের নাম সবার প্রথম উঠে আসে। দেশের সবচেয়ে দ্রুতগতির এই ট্রেন একের পর এক রেকর্ড গড়ে চলেছে। প্রথম বন্দে ভারত এক্সপ্রেস এখন আপগ্রেড হতে হতে নতুন জেনারেশনে পা দিয়েছে। আর এই জেনারেশনের বন্দে ভারত এক্সপ্রেস এমন রেকর্ড তৈরি করল যে পিছনে পড়ে গেল বুলেট ট্রেন।
ভারতের এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন আগামী দিনে দেশের প্রতিটি কোনায় ছুটবে এমনই আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। সেইমতো এই ট্রেন তৈরি হওয়ার পাশাপাশি চলছে ট্রায়াল রান। এই ট্রায়াল রানেই এবার বুলেট ট্রেনের থেকেও কম সময়ে শূন্য থেকে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম হল বন্দে ভারত এক্সপ্রেস।
নতুন রেকর্ড অনুসারে বন্দে ভারত এক্সপ্রেসের নতুন জেনারেশনের ট্রায়াল চালানোর সময় শূন্য থেকে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে সময় নেয় মাত্র ৫২ সেকেন্ড। এর আগে এই সময় নিত ৫৪ সেকেন্ড। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব খোদ এই নতুন রেকর্ডের কথা জানিয়েছেন। বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রেকর্ড সম্পর্কে জানানোর পাশাপাশি এর একাধিক সুবিধা সম্পর্কেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে রয়েছে ফটোক্যাটালিটিক এয়ার পিউরিফায়ার সিস্টেম। এর ফলে করোনা সহ সমস্ত ধরনের বায়ুবাহিত রোগ ছড়িয়ে পড়া রোধ সম্ভব হয়। নতুন করে ট্রায়াল চালানো ট্রেনটি আমেদাবাদ মুম্বাই রুটে চালানো হবে বলে জানা যাচ্ছে। খুব তাড়াতাড়ি এই রুটে এই ট্রেনটি চালানোর বিষয়ে ছাড়পত্র দেওয়া হবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘বৃহস্পতিবার বন্দে ভারত ট্রেনের তৃতীয় ট্রায়াল সম্পন্ন হয়েছে। এটি ৫২ সেকেন্ডে প্রতি ঘণ্টায় ০-১০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারে। যেখানে বুলেট ট্রেন এই গতি তুলতে সময় নেয় ৫৪.৬ সেকেন্ড। এই নতুন ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৮০ কিমি। পুরনো বন্দে ভারতের সর্বোচ্চ গতি ছিল ১৬০ কিমি প্রতি ঘণ্টা’।
নতুন জেনারেশনের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যা রয়েছে সেগুলি হল, WI-FI, ৩২ ইঞ্চির LCD টিভি, ধুলো মুক্ত পরিষ্কার বায়ু, এসি, সব শ্রেণির জন্য একটি সাইড রিক্লাইনার সাইটের সুবিধা, সিসিটিভি ক্যামেরা, অটোমেটিক ফায়ার সেন্সর, জিপিএস সিস্টেম।