নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল ম্যাসেজিং অ্যাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় WhatsApp। বিশ্বের কোটি কোটি মানুষ এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে থাকেন। ভারতের মতো দেশে অধিকাংশ মানুষের স্মার্টফোনে রয়েছে এই মেসেজিং অ্যাপ। এবার এই মেসেজিং অ্যাপ ব্যবহার করেই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে নেওয়া যেতে পারে।
WhatsApp এর মাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখার জন্য বিভিন্ন ব্যাংক তাদের হোয়াটসঅ্যাপ পরিষেবা নিয়ে এসেছে। বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা তাদের ব্যাংকের তরফ থেকে দেওয়া সেই নম্বরে মেসেজ করে তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন। তবে এর পাশাপাশি আরও একটি পদ্ধতি রয়েছে যাতে সহজেই নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
WhatsApp বহুদিন আগেই নিয়ে এসেছে তাদের UPI প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা আর্থিক লেনদেন করার পাশাপাশি নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স সহজেই দেখে নিতে পারবেন। আপনার যে নম্বরে হোয়াটসঅ্যাপ চালু রয়েছে, সেই নম্বরের সঙ্গে যুক্ত থাকা ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই প্লাটফর্মে সংযুক্ত করে আর্থিক লেনদেন করার পাশাপাশি নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন।
এর জন্য আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট অপশনে ক্লিক করে সেখানে আপনাকে Add payment method বেছে নিতে হবে এবং আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক বেছে নিতে হবে। এরপর আপনার ব্যাংকের সঙ্গে সংযুক্ত থাকা নম্বরের সঙ্গে ভেরিফিকেশন পদ্ধতির মাধ্যমে আপনার অ্যাকাউন্ট এই হোয়াটসঅ্যাপ ইউপিআই-এ যুক্ত হবে।
এরপর আপনি ৪ ডিজিট অথবা ৬ ডিজিটের পিন তৈরি করে নিজেদের ইচ্ছেমতো ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন অথবা নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে নিতে পারবেন।