ইলেকট্রিক গাড়িতে প্রতি মাসে কত খরচ হবে ইলেকট্রিক বিল, জানলে অবাক হবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জ্বালানির দাম দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে দ্রুত গতিতে বাড়ছে ইলেকট্রিক যানবাহনের চাহিদা। বিশ্বের বাজারে ইলেকট্রিক যানবাহনের চাহিদা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ভারতের বাজারেও এর চাহিদা এখন তুখোর। এমন পরিস্থিতিতে বহু সংস্থা চাহিদার কথা মাথায় রেখে ইলেকট্রিক গাড়ি বাজারে লঞ্চ করতে শুরু করেছে।

Advertisements

অন্যান্য বিভিন্ন সংস্থার মতো বাজারে ইলেকট্রিক গাড়ি নিয়ে এসেছে টাটা। ভারতের বাজারে টাটার এই ইলেকট্রিক গাড়ির গুরুত্ব অনেক বেশি। এই সংস্থার যে সকল ইলেকট্রিক গাড়ি বাজারে চালু রয়েছে তার মধ্যে অন্যতম দুটি গাড়ি হল Tata Nexon EV ও Tata Tigor EV। এই দুটি গাড়িতেই রয়েছে দুর্দান্ত রেঞ্জ।

Advertisements

ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়লেও যারা এখনো পর্যন্ত এই গাড়ি কেনেননি তাদের মধ্যে কৌতুহল, এই গাড়ির পিছনে প্রতি মাসে কত টাকা ইলেকট্রিক বিল খরচ করতে হয় বা হবে। এই প্রসঙ্গে যারা Tata Nexon EV গাড়ি চালাচ্ছেন বা কিনেছেন তাদের থেকে জানা যাচ্ছে, প্রতিমাসে তাদের ২৯০০ টাকা ইলেকট্রিক বিল বহন করতে হচ্ছে।

Advertisements

তবে এই ২৯০০ টাকা ইলেকট্রিক বিল কেবলমাত্র গাড়ির পিছনে নয়, বরং আগে যে পরিমাণ ইলেকট্রিক বিল আসতো তার সঙ্গে গাড়ি চার্জ করার খরচ যুক্ত হয়ে এই পরিমাণ টাকা দাঁড়িয়েছে। এক ভিডিও নির্মাতা এইরকমই একটি ভিডিও আপলোড করে তা দাবী করেছেন। যদিও ওই গাড়ি কেনার আগে তার কত ইলেকট্রিক বিল আসতো তা সম্পর্কে তিনি খোলসা করে কিছু জানাননি।

তবে ওই ভিডিও নির্মাতা দাবি করেছেন, তিনি হিসেব কষে দেখেছেন তার এই ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে খরচ হয় মাত্র এক টাকা। তবে ওই ব্যক্তির দাবি কতটা সত্যি তা যাচাই করা সম্ভব না হলেও বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, অধিকাংশ ইলেকট্রিক গাড়ি যদি বাড়িতে চার্জ করা হয় তাহলে খরচ হবে কিলোমিটার প্রতি এক টাকা থেকে দু টাকা।

Advertisements