বাইক চালানোর সময় এই ভুলগুলি করলে হতে পারে মোটা অঙ্কের জরিমানা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পথ নিরাপত্তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে মোটর ভেহিকেল আইনে সংশোধনী আনা হয়েছে। সংশোধনী এনে যাতে গাড়িচালকরা কঠোরভাবে আইন মেনে চলতে বাধ্য হন তার জন্য জরিমানার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। এরই মধ্যে বাইক চালকরা বাইক চালানোর সময় এমন কতকগুলি ভুল করে থাকেন যার জন্য তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হয়।

Advertisements

মোটর ভেহিকেল আইন অনুযায়ী যেমন হেলমেট না পরে বাইক চালানো অপরাধ, ঠিক তেমনি আবার ট্রাফিক সিগন্যাল অমান্য করা, স্পিড লিমিট অতিক্রম করা ইত্যাদিও অপরাধ। ঠিক সেই রকমই আবার বাইক চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা অথবা ইয়ারফোন ব্যবহার করে কথা বলাও অপরাধ বলে গণ্য হয়। এই ধরনের কাজ করলে কত কি জরিমানা দিতে হয় চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

বাইক চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা অথবা ইয়ারফোন ব্যবহার করে কথা বলা অপরাধ হিসেবে গণ্য হয়। এর ফলে দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পায়। এই ধরনের অপরাধ করা হলে যদি ট্রাফিক পুলিশের হাতে কোন চালক ধরা পড়েন তাহলে তাকে মোটা অংকের জরিমানা গুনতে হয়।

Advertisements

মোটর ভেহিকেল আইন অনুযায়ী যদি কোন মোটরবাইক চালক মোটরবাইক চালানোর সময় মোবাইল ফোন, ইয়ারফোন অথবা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে ধরা পড়েন তাহলে তাকে ১০০০ টাকা জরিমানা দিতে হয়। এর পাশাপাশি এই একই ধরনের অপরাধের জন্য ওই চালকের ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করে দেওয়া হতে পারে।

এছাড়াও মোটর ভেহিকেল আইন অনুযায়ী হেলমেট সঠিকভাবে না পরে থাকলেও জরিমানা দিতে হয়। যেমন যদি কোন বাইক চালক হেলমেট পরে রয়েছেন অথচ স্ট্র্যাপটি ঠিক করে লাগাননি তাহলেও তাকে জরিমানা গুনতে হবে। এছাড়াও সঠিক ধরনের হেলমেট, BIS মার্ক থাকা আবশ্যিক। তা না হলে সে ক্ষেত্রেও জরিমানা হতে পারে।

Advertisements