FASTag -র বিকল্প তৈরি! টোল আদায়ে এই নয়া প্রকল্প আনছে কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জাতীয় সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে বাধা টোল প্লাজা। এই টোল প্লাজায় দীর্ঘক্ষণ ধরে বহু গাড়িকেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যে কারণে তৈরি হয় যানজট। এই যানজট থেকে রক্ষা করার জন্য কয়েক বছর আগেই চালু করা হয় FASTag। এর মাধ্যমে এই টোল আদায়ের পথ অনেক সহজ সরল হয় এবং যাতায়াতের ক্ষেত্রে গতি ফিরে আসে।

Advertisements

এবার এক্ষেত্রেও আসছে পরিবর্তন। জাতীয় সড়কের উপর দিয়ে পরিবহন ব্যবস্থাকে আরও দ্রুত করে তোলার জন্য এই পরিবর্তন আনা হচ্ছে। এমনকি এই পরিবর্তন এতটাই যুগান্তকারী পরিবর্তন হয়ে উঠবে যে আগামী দিনে জাতীয় সড়ক থেকে উধাও হয়ে যাবে সমস্ত টোল প্লাজা। এরই পরিপ্রেক্ষিতে বড় পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। কিভাবে নতুন পরিকল্পনা বাস্তবায়িত করা হবে?

Advertisements

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফ থেকে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে আপনার গাড়ি জাতীয় সড়কে উঠলেই জিপিএস মারফৎ ট্র্যাক হতে শুরু করবে। এর ফলে গাড়ি চালকরা অনেক উপকৃত হবেন এবং সরকারের টোল আদায়ও অনেক বেশি হবে। গাড়ি চালকরা যতটুকু জাতীয় সড়ক ব্যবহার করবেন ততটুকুর জন্য টোল দিতে হবে। আবার কোন যানবাহন জাতীয় সড়ক ব্যবহার করেও টোল প্লাজাকে ফাঁকি দিয়ে যেতে পারবে না।

Advertisements

তবে এই নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে প্রথম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে ও হাইওয়েগুলিতে। এমনই জানা যাচ্ছে সূত্র মারফৎ। এছাড়াও এক্সপ্রেসওয়ে এবং জাতীয় সড়কগুলিতে এই নিয়ম চালু করার জন্য আরও উন্নত করার প্রয়োজন রয়েছে এবং মোটর ভেহিকেল আইনে বেশ কিছু সংশোধন আনার প্রয়োজন রয়েছে। ফলে এই প্রযুক্তি ব্যবহার করার জন্য সবকিছু প্রস্তুত থাকলেও তা চালু করতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

এই প্রযুক্তি চালু হওয়ার পরিপ্রেক্ষিতে গাড়ির মালিকদের তাদের গাড়ির নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে। সেখান থেকেই জাতীয় সড়কের তোলের জন্য টাকা কেটে নেওয়া হবে। এই সুবিধার ফলে গাড়িচালকদের খরচ কমবে বলে আশা করা হচ্ছে।

Advertisements