নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের তরফ থেকে যাত্রী সুরক্ষার জন্য দিন দিন নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। ট্রেনের এই গুরুত্বের কথা মাথায় রেখে এমন নানান পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে ভারতীয় রেলের তরফ থেকে।
ট্রেনে যে ধরনের দুর্ঘটনা বা সমস্যা দেখা যায় তার মধ্যে সবচেয়ে আতঙ্কের সমস্যা হল আগুন। এবার ভারতীয় রেলের তরফ থেকে এই সমস্যা এবং আতঙ্ক দূর করার জন্য ট্রেনে এমন একটি যন্ত্র বসানো হল যা রীতিমতো স্বস্তি দিচ্ছে যাত্রীদের। ট্রেনে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বসানো হয়েছে ফায়ার ডিটেকশন সিস্টেম।
ট্রেনে কোথাও কোনরকম আগুন লেগেছে কিনা তা জানার জন্য এই যন্ত্র বসানো হয়েছে। ট্রেনে বহু সময় দেখা যায় প্যান্ট্রি কার অথবা জেনারেটর কার থেকে আগুন ছড়িয়ে পড়ার মতো ঘটনা ঘটে। এই ধরনের ঘটনায় অনেক ক্ষতি হয়। এমনকি সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ না করতে পারলে প্রাণহানির ঘটনাও ঘটে।
ইতিমধ্যেই এই ফায়ার ডিটেকশন সিস্টেম ৯৮টি পাওয়ার কার ও ৩৮টি প্যান্ট্রি কারের পাশাপাশি অতিরিক্তভাবে ২৩০টি লিংকে হফমেন বুশ (এলএইচবি) এসি কোচে লাগানো হয়েছে। এর পাশাপাশি ২০টি এলএইচবি এসি কোচে স্টেট অব দ্য আর্ট ফায়ার ডিটেকশন সিস্টেম ও অটো স্টপেজ সিস্টেম লাগানো হয়েছে।
এই যে সিস্টেম বসানো হয়েছে সেটি কোনরকম আগুন সনাক্ত করলেই সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেবে। অর্থাৎ ট্রেনে আগুন লাগার মত কোন ঘটনা এই মেশিন ডিটেক্ট বা শনাক্ত করতে পারলেই ট্রেনটিকে সঙ্গে সঙ্গে সেই জায়গায় থামিয়ে দিতে সক্ষম হবে। এর পাশাপাশি এলার্ম বেজে উঠবে যাতে করে যাত্রীরাও সতর্ক হতে পারেন।