নিজস্ব প্রতিবেদন : বিনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন পথ বেছে নেন। সেই সকল পথের মধ্যে একটি পথ হল শেয়ারবাজার। শেয়ারবাজারে কেনা বেচা করে থাকেন অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে তাহলে আপনাকে এই খবরটি অবশ্যই জানতে হবে। এই বিষয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গত ১৪ জুন একটি নির্দেশিকা জারি করেছিল।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যাদের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে তাদের আগামী ২০২২ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে Two-Factor Authentication প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তা করা না হলে ১ অক্টোবর থেকে অ্যাকাউন্ট লগইন করা যাবে না।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের বায়োমেট্রিক অথেনটিকেশন পদ্ধতির মাধ্যমে এই অথেনটিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আরেকটি পদ্ধতি হলো Password, PIN বা যে কোনও Position Factor।
ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডাররা তাদের মোবাইল নম্বর অথবা ইমেইল আইডিতে ওটিপি পাবেন। যেখানে বায়োমেট্রিক সম্ভব নয় সেখানে Password/PIN, Possession Factor (OTP/Security Token) এবং User ID কেই প্রধান হিসাবে ধরা হবে। ২০১৮ সালের ৩ ডিসেম্বর সেবি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং তারই প্রসঙ্গ টেনেছে এনএসই এবং বিএসই।
সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন কারণে এই টু ফ্যাক্টরি অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকেই এই টু ফ্যাক্টরি অথেন্টিকেশন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে।