ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে চান, কোন ব্যাঙ্কে বেশি সুদ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করার ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের ওপর ভরসা করেন। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া repo rate বৃদ্ধি করার পর বিভিন্ন ব্যাংকের এই ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ পরিবর্তিত হয়েছে। এক্ষেত্রে কোন ব্যাংকে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

১) বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে। এই সুদের হার পাওয়া যাবে এক লক্ষ টাকার উপরে এবং ৭৫ মাসের মেয়াদকাল হওয়ার পরিপ্রেক্ষিতে।

Advertisements

২) ফিক্সড ডিপোজিটে ১ লক্ষ টাকা জমা রেখে বছর ৭.২৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই প্রকল্পে বিনিয়োগের মেয়াদকাল ১৮২৫ দিন। জন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এই সুদের হার প্রদান করছে।

Advertisements

৩) ফিক্সড ডিপোজিটে ১ লক্ষ টাকা জমা রাখলে বার্ষিক ৭ শতাংশ করে সুদ দিচ্ছে ডাচ ব্যাঙ্ক। এই সুদ পাওয়া যাবে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলে।

৪) ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৬.৯ শতাংশ সুদের হার প্রদান করা হচ্ছে এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্কের তরফ থেকে। বিনিয়োগ করতে হবে ৬০ মাস থেকে ১২০ মাস পর্যন্ত।

এর পাশাপাশি বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট পরিবর্তন করার পর অধিকাংশ ব্যাংকেই ফিক্সড ডিপোজিটে সুদের হার আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। পাঁচ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে এখন অধিকাংশ ব্যাংকেই ৬.৯ শতাংশ হারে সুদ দিচ্ছে। তবে এর থেকেও বেশি যারা সুদ পেতে চান তাদের এই সকল ছোটখাটো ব্যাংকগুলির কথা মাথায় রাখতে হবে।

Advertisements