ট্রেনে আপনার টিকিটেই যেতে পারবে অন্য কেউ, জানেন এই নিয়ম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কাছে অথবা দূরে যাতায়াতের জন্য ভারতের মতো দেশের অধিকাংশ মানুষ নির্ভর করেন ট্রেনের উপর। প্রতিদিন কোটি কোটি মানুষ এই ট্রেনের ওপর নির্ভর করে যাতায়াত করার কারণে এই রেল পরিষেবাকে ভারতের গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। গণপরিবহনের এই মেরুদন্ড ট্রেনে চড়ে যাতায়াত করার জন্য আবশ্যিকভাবে প্রয়োজন হয় টিকিট।

Advertisements

তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন কারণে আগে থেকে টিকিট বুকিং করে রাখার পর যাত্রার দিন যাত্রা করতে পারেন না যাত্রীরা। সেক্ষেত্রে যাত্রা করতে না পারা যাত্রীরা তাদের টিকিট ক্যানসেল করেন এবং ক্যানসেল করার জন্য গুনতে হয় ক্যানসেলেশন চার্জ। তবে জানেন কি আপনার ওই টিকিটেই অন্য কেউ যাতায়াত করতে পারবেন যদি আপনি সেই টিকিট বাতিল না করে এই পদ্ধতি অবলম্বন করেন।

Advertisements

এর জন্য আপনাকে সেই টিকিট বাতিল না করে সেই টিকিট অন্য কারোর নামে ট্রান্সফার করে দিতে হবে। তবে এই টিকিট ট্রান্সফার করা যাবে কেবলমাত্র আপনার পরিবারের কোনো সদস্যকে। এই পদ্ধতি অবলম্বন করলে আপনার পরিবর্তে আপনার পরিবারের কেউ যাত্রা করলে নতুন করে যেমন টিকিট বুকিং করার প্রয়োজন হবে না, ঠিক তেমনি আবার টিকিট বাতিল করার জন্য বাড়তি টাকা গুনতে হবে না।

Advertisements

ভারতীয় রেলের যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী একজন যাত্রী নিজের নামে বুক করা টিকিট ট্রান্সফার করতে পারবেন তার বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, স্বামী অথবা স্ত্রীর নামে। এই নিয়ম ব্যবহার করে কোন যাত্রীর তার টিকিট অন্য কারোর নামে ট্রান্সফার করার জন্য ২৪ ঘন্টা আগে আবেদন করতে হবে।

টিকিট ট্রান্সফার করার জন্য যে টিকিট বুক করা হয়েছে সেই টিকিটের প্রিন্ট আউট বের করতে হবে এবং নিকটবর্তী রেল স্টেশনের টিকিট কাউন্টারে যেতে হবে। আবেদন করার সময় যার নামে টিকিট বুকিং হয়েছে এবং যার নামে টিকিট ট্রান্সফার করতে চাইছেন দুজনের পরিচয়পত্র নিয়ে যেতে হবে।

Advertisements