নিজস্ব প্রতিবেদন : রাতারাতি ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় আলাদাভাবে নজর কেড়ে নিয়েছেন এক শিক্ষিকা। ওই শিক্ষিকা মূলত এইভাবে নজর কেড়েছেন তার স্কুলের এক খুদে পড়ুয়ার জন্য। ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নৈনির একটি বেসরকারি স্কুলের।
ওই স্কুলে দীর্ঘ এক বছর ধরে শিক্ষকতার কাজ করছেন ভাইরাল হওয়া ওই শিক্ষিকা বিশাখা ত্রিপাঠী। তিনি ওইদিন খুদে ওই পড়ুয়ার সঙ্গে এমন ব্যবহার করে ভাইরাল হন। ঐ শিক্ষিকার থেকে জানা গিয়েছে, স্কুলে কাজ করতে দেওয়ার সময় ছেলেমেয়েরা নিজেদের মধ্যে গল্প এবং নানা বিষয় নিয়ে আলোচনা করছিল। তিনি ছেলেমেয়েদের থামানোর জন্য অথর্ব নামে ওই পড়ুয়াকে ডাকেন।
অথর্ব বুঝতে পেরেছিল, ‘আমি রেগে গিয়েছি।’ ওকে বললাম, ‘তুমি যদি এমন দুষ্টুমি করো, তা হলে তোমার সঙ্গে কথা বলব না। এ কথা শুনেই অথর্ব আমার রাগ ভাঙানোর চেষ্টা করে। বার বার বলে, আর করব না, সত্যি বলছি। ওকে দিয়ে প্রতিজ্ঞা করাই দুষ্টুমি না করার জন্য।’ ‘এমনিতেই আমরা স্কুলে বেশ কিছু মুহূর্তের ভিডিও করে থাকি অভিভাবকদের পাঠানোর জন্য। অথর্বর সঙ্গে সেই মুহূর্তের কথোপকথন আমাদের আরেক শিক্ষিকা নিশা ম্যাডাম ক্যামেরাবন্দি করেন এবং পরে তা আমারও খুব ভালো লাগে। সেই ভিডিও মানুষ এতটাই ভালো বেসেছে যে এর থেকে আর কিছু পাওয়ার নেই।’
https://twitter.com/Gulzar_sahab/status/1569327422000230400?t=Z16YYEmqzmPRuJXugJKqOw&s=19
এই ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষিকা রাতারাতি জনপ্রিয়তা অর্জন করার পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন, মানুষ যেভাবে এই ভিডিওটি পছন্দ করেছেন তাতে তিনি খুব আনন্দিত। যেভাবে সাধারণ মানুষ এই বিষয়টিকে সমর্থন করেছেন সেই জন্য তিনি খুশি। এর পাশাপাশি তিনি জানিয়েছেন কিভাবে খুদেদের সঙ্গে ব্যবহার করতে হবে।
क्यूट बच्चे के वायरल वीडियो में नज़र आईं टीचर हैं प्रयागराज की विशाखा त्रिपाठी, अब क्या बोलीं?
Video: आनंद राज pic.twitter.com/q5shCZr0co— The Lallantop (@TheLallantop) September 14, 2022
ওই শিক্ষিকা জানিয়েছেন, “বাচ্চাদের সব সময় ভালোবাসার মধ্য দিয়ে লালন পালন করতে হবে। তাদের যতটা ভালোবাসা দিয়ে লালন-পালন করা হবে ততটাই তারা খুশি থাকবে এবং ততটাই আপনাকে ভালবাসবে। এর ফলে তাদের মধ্যে ভালো বার্তা যাবে এবং সেগুলি ভবিষ্যতে তারা ফেরত দেবে। ভালোবাসা দিয়ে তাদের লালন-পালন করা হলে তারাও ভবিষ্যতে ভালোবাসা দিয়েই সব কিছু দেখতে বুঝতে শিখবে।”