এলন মাস্কের Starlink নয়, দেশীয় প্রযুক্তিতেই স্যাটেলাইট ইন্টারনেট আসছে ভারতে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বিশ্বে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে এলন মাস্কের Starlink। ভারতে এই সংস্থার ইন্টারনেট পরিষেবা শুরু করার বিষয়ে দীর্ঘ সময় বছর ধরেই নানান কথা শোনা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই পরিষেবা বাস্তবে লঞ্চ হয়নি ভারতে। তবে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট চালু হবে খুব তাড়াতাড়ি এমনই জানা যাচ্ছে।

Advertisements

এলন মাস্কের Starlink সংস্থা ছাড়াই ভারতে লঞ্চ হবে স্যাটেলাইট ইন্টারনেট। ভারতে এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করবে ইসরো। দেশীয় প্রযুক্তিতে এই পরিষেবা চালু হবে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে এই পরিষেবা চালু করার জন্য ইসরো মার্কিন ইন্টারনেট প্রোভাইডার সংস্থা Hughes Communications-এর সঙ্গে হাত মিলিয়েছে।

Advertisements

ভারতে ব্যবসা শুরু করার কথা থাকলেও আপাতত এলন মাস্কের সংস্থা Starlink বিদায় নিয়েছে। এই সংস্থার বিদায় নেওয়ার পর দেশীয় প্রযুক্তিতে স্যাটেলাইট ইন্টারনেট চালু করার ঘোষণা করতে দেখা গেল ইসরোকে। এই পরিষেবার মাধ্যমেই দেশের প্রতিটি প্রান্তে দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Advertisements

যে সকল এলাকায় এখনো পর্যন্ত দ্রুতগতির ইন্টারনেট পৌঁছানো সম্ভব হয়নি সেই সকল এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে এই স্যাটেলাইট ইন্টারনেট। ভারতের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করে কানেক্টিভিটি অভিজ্ঞতাকে আরও উন্নত করতে সাহায্য করবে বলে জানিয়েছেন ISRO-র চেয়ারম্যান ডঃ এস সোমনাথ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া শুরু করেছে এইচসিএল। তারা ভারতে ২০ হাজারের বেশি সরকারি ও বাণিজ্যিক সাইটে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রজেক্টে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব ভার সামলাচ্ছে এই সংস্থা। এই কাজে মোট ৭৫টি কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হবে যা থ্রু-পুট দিতে সক্ষম।

Advertisements