নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই এই দুর্গোৎসবকে ঘিরে তোড়জোড় শুরু হয়েছে আপামর বাঙালিদের মধ্যে। সাধারণ মানুষদের মধ্যে তোড়জোড় শুরু হওয়ার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকেও বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হচ্ছে। সেই রকমই ঠাকুর দেখার জন্য কম খরচে একাধিক প্যাকেজ ঘোষণা করল রাজ্য পরিবহন দপ্তর।
শহরের পূজো ছাড়াও এসি বাসে চড়ে গ্রামের পুজো দেখার জন্য অভিনব প্যাকেজ ঘোষণা করা হয়েছে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে। মহাসপ্তমীর সকাল থেকেই এই সুযোগ পাবেন যারা এই প্যাকেজে নিজেদের নাম নথিভুক্ত করবেন। ঠাকুর দেখার পাশাপাশি জলখাবার থেকে শুরু করে দুপুরে ভোগের ব্যবস্থা সবই থাকছে প্যাকেজের মধ্যে।
পুজোর এই প্যাকেজের মধ্যে তিন দিন নিয়ে যাওয়া হবে উত্তর ২৪ পরগনার ধান্যকুড়িয়া, আরবেলিয়া গ্রামে। এছাড়াও দেখানো হবে শহরের বনেদি বাড়ির পুজো। পাশাপাশি রাজ বাড়ির কাহিনী শোনানোর জন্য থাকবে বিশেষ গাইড। এছাড়াও মহাষ্টমীতে কুমারী পুজো দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে জয়রামবাটি, কামারপুকুর। সমস্ত পরিক্রমায় করানো হবে এসি বাসে।
এই পুজো পরিক্রমায় অংশগ্রহণ করার জন্য পরিবহন নিগমের যে কোন ডিপো থেকে টিকিট বুকিং করা যাবে। এছাড়াও যদি কেউ অনলাইনে টিকিট বুকিং করতে চান তার ব্যবস্থাও রয়েছে। অনলাইনে টিকিট বুকিং করার জন্য লগইন করতে হবে www.wbtc.co.in ওয়েবসাইটে। গ্রামের পূজো ছাড়াও শহরের পুজো দেখার জন্যও আলাদা আলাদা প্যাকেজ আনা হয়েছে।
উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার সব পুজো দেখার জন্য যে প্যাকেজ আনা হয়েছে তাতে ফি দিতে হবে মাত্র ১০০ টাকা। এই ১০০ টাকার টিকিট বুক করে বাসে ট্রামে ঘুরে ঠাকুর দেখতে পারবেন দর্শনার্থীরা। ভলবো এসি বাসে চড়ে বনেদি বাড়ীর পুজো দেখার জন্য যে প্যাকেজ আনা হয়েছে তার মূল্য হল জনপ্রতি ১৮৫০ টাকা। নন এসি বাসের ক্ষেত্রেও যে সকল প্যাকেজ আনা হয়েছে তার খরচ পড়বে ৪০০ থেকে ৫০০ টাকা।