নিজস্ব প্রতিবেদন : ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিনে মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে আটটি চিতা আনা হয়। আফ্রিকার নামিবিয়া থেকে এই সকল চিতা আনা হয় ভারতে। ভারতে শেষবার চিতা দেখা গিয়েছিল ৭ দশক আগে। ৭ দশক পর ফের ভারতের মাটিতে এই আটটি চিতা জায়গা পেল।
ভারতের চিতা আনাকে নিয়ে এবং ৭ দশক আগে এই চিতা দেখা গিয়েছিল অনেকের মধ্যেই কৌতূহল চিতা আর চিতা বাঘের মধ্যে পার্থক্য নিয়ে। সত্যিই দুটি প্রাণী সম্পূর্ণ আলাদা। কিন্তু অনেকেই দুটি প্রাণীকে একসঙ্গে এক সূত্রে বেঁধে ফেলেন। এমন কি বিভিন্ন রিয়েলিটি শোয়ে এই চিতা ও চিতা বাঘের পার্থক্য গুলিয়ে ফেলে উত্তর দিয়েও অনেকে নম্বর পেয়ে যান!
চিতা ঘন্টায় ৭০ মাইল বেগে দৌড়াতে পারে। এর ইংরেজি নাম হল Cheetah। অনেকে চিতাকে চিতাবাঘের সঙ্গে গুলিয়ে ফেলেন। কিন্তু চিতা বাঘের ইংরেজি নাম হলো Leopard।
চিতা এবং চিতা বাঘের পায়ের দিকে তাকালেই পার্থক্য স্পষ্ট হয়ে যায়। চিতার পা অনেক লম্বা এবং সরু। যে কারণে তারা দ্রুত দৌঁড়াতে সক্ষম। অন্যদিকে চিতা বাঘের গড়ন হচ্ছে অনেকটা মেছো বাঘের মত। একে রয়েল বেঙ্গল টাইগারের ছোট ভার্সন বলা যেতে পারে।
ভারতে আনার আগে চিতা কেবলমাত্র পাওয়া যেত আফ্রিকায় (৭ দশক আগে ভারতেও ছিল চিতা)। কিন্তু চিতা বাঘ এখনো ভারতের জলপাইগুড়ি, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় রয়েছে।
চিতাবাঘ হলো বিড়ালগোত্রীয়। অন্যদিকে চিতা হলো সম্ভবত কুকুর গোত্রীয়। চিতাবাঘ খুবই হিংস্র এবং তারা রাতে শিকার করে। অন্যদিকে চিতা খুবই শান্তশিষ্ট এবং সুন্দর। পাশাপাশি চিতা শিকার করে দিনের বেলায়। এমনকি চিতাকে পোষ মানানো যায়। এরা মানুষ মারে না।