নিজস্ব প্রতিবেদন : অ্যাকশন সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি দৃশ্য। এমনিতে এই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন সময় নানান ধরনের ভিডিও ভাইরাল হয়। সেই সকল ভাইরাল হওয়া ভিডিও সোশ্যাল মিডিয়ার দর্শকদের আলাদাভাবে নজর কাড়ার কারণে সেগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ার দর্শকরা নানান মুহূর্ত উপভোগ করেন।
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার রীতিমত সিনেমাকেও হারিয়ে দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি স্কুটিতে চড়ে পালাচ্ছেন এক যুগল। আর সেই যুগলের পিছন ধাওয়া করছেন অন্য একটি স্কুটিতে মেয়েকে বসিয়ে নিয়ে তার বাবা। যুগলের পিছনে বসে থাকা মহিলা আসলে পিছন থেকে ধাওয়া করা ব্যক্তির স্ত্রী।
ভাইরাল হওয়া এই ঘটনাটি হলো উত্তর প্রদেশের আগ্রার কৈলাস মন্দির রোডের। সেখানে দেখা গিয়েছে, যে স্কুটির পিছন ধাওয়া করা হচ্ছিল সেই স্কুটির পিছনে বসে থাকা মহিলা ওড়না দিয়ে তার মুখ ভালোভাবে ঢেকে নিয়েছেন এবং চোখে রয়েছে রোদ চশমা। আর তাকে এইভাবে পিছন ধাওয়া করে ধরে ফেলেন তার স্বামী এবং মেয়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম স্কুটির পিছনে বসে থাকা মহিলার সঙ্গে পিছন ধাওয়া করা স্কুটির ব্যক্তির বিয়ে হয় ১০ বছর আগে। সম্প্রতি স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। দিন কয়েক আগেই ওই মহিলার স্বামী এই সম্পর্কের কথা জানতে পারেন। ঘটনার দিন এই নিয়ে বাড়িতে তুমুল ঝামেলা হলে কাউকে কিছু না বলে ওই মহিলা বাড়ি থেকে পালিয়ে যান।
Watch this
Man with his minor daughter chase his wife while she was on outing with her paramour. Man waylaid the duo & rained punches on his wife's paramour. Police challaned paramour under CrPc 151.
Incident of #Agra, #UttarPradesh pic.twitter.com/3fXgKusAYd
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) September 12, 2022
বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর দুশ্চিন্তায় ভুগতে থাকা ওই ব্যক্তি এবং তার মেয়ে তাকে খুঁজতে বের হন। সেই সময় আগরার কৈলাস মন্দির রোডে ওই ব্যক্তি দেখতে পান তার স্ত্রী মুখ ঢাকা নিয়ে এইভাবে ওই ব্যবসায়ীর স্কুটিতে চেপে যাচ্ছেন। এরপরই তাকে ধরে ফেলা হয় এবং ভরদুপুরে ওই ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। যদিও এই ঘটনায় কোন মামলা রুজু হয়নি বলে জানা যাচ্ছে।