WhatsApp-এ ভুল মেসেজ পাঠিয়েছেন! ডিলিট করার দরকার নেই, আসছে নয়া ফিচার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল মেসেজিং অ্যাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো WhatsApp। কোটি কোটি মানুষ এই অ্যাপ প্রতিদিন ব্যবহার করে থাকেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ভারতেই এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি।

Advertisements

ব্যবহারের ক্ষেত্রে ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে এই অ্যাপের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে দেখা যায় এই অ্যাপ ব্যবহার করে মেসেজ অথবা অন্য কিছু পাঠানোর সময় অনেকেই ভুল করে বসেন। ভুল করা সেই মেসেজ ছড়িয়ে দেওয়ার জন্য রয়েছে Delete for everyone অপশন। এই অপশন ব্যবহার করে মেসেজ ডিলিট করা যায়।

Advertisements

তবে এবার এই মেসেজিং অ্যাপ সংস্থার তরফ থেকে এমন এক ফিচার আনা হচ্ছে যাতে আর মেসেজ ডিলিট করার প্রয়োজন হবে না। মেসেজ ডিলিট না করে এবার ব্যবহারকারীরা তাদের ভুল সংশোধন করতে পারবেন Edit করে। WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে, Edit Message নামে একটি ফিচার যুক্ত করা হবে।

Advertisements

এই ফিচার যুক্ত করার আগে এখনো তা নিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানা যাচ্ছে। তবে Android ডিভাইসে WhatsApp বেটা ভার্সন 2.22.20.12-তে এই ফিচার প্রথম দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও জানানো হয়েছে প্রথম এই ফিচার বেটা টেস্টারদের অ্যাপে দেওয়া হবে।

এই ফিচার আগামী দিনে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হওয়ার পর কিভাবে কাজ করবে তা সম্পর্কে এখনো সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে জানা যাচ্ছে, মেসেজ পাঠানোর ক্ষেত্রে তা সংশোধন করার জন্য ওই মেসেজ বেছে নেওয়ার পর বিভিন্ন অপশন দেখানোর পাশাপাশি এডিট অপশন দেখানো হবে। সেই এডিট অপশন বেছে নিয়েই ভুল মেসেজ সংশোধন করতে পারবেন ব্যবহারকারীরা।

Advertisements