করা যাবে ডবল সংখ্যক ট্রেনের টিকিট বুকিং, সুযোগ করে দিচ্ছে ভারতীয় রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ১৫০ কোটির দেশে প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। ট্রেনের উপর এই ভাবে নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ার কারণে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। যদিও ট্রেনের ওপর এই বিপুল সংখ্যক মানুষের নির্ভরতা বৃদ্ধি পাওয়ার ফলে টিকিট নিয়ে সমস্যা দেখা দেয়।

Advertisements

অনলাইনে হোক অথবা অফলাইনে ট্রেনের টিকিট বুকিং করার সময় বহু ক্ষেত্রেই টিকিট পাওয়া যায় না। মূলত প্রচুর পরিমাণে যাত্রীদের নির্ভরতা থাকার ফলেই সময়ের আগেই টিকিট বিক্রি হয়ে যায়। সেই জায়গায় এবার ভারতীয় রেল irctc-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট বুকিংয়ে বড় সুযোগ করে দিচ্ছে। এখন ডবল সংখ্যক টিকিট বুকিং করার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল।

Advertisements

রেলের তরফ থেকে জানানো হয়েছে, irctc-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেখানে ৬টি টিকিট বুকিং করা যেত সেই জায়গায় এখন ১২টি টিকিট বুকিং করা যাবে। এই ঘোষণা অনুযায়ী মাসে দ্বিগুণ টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা। এই নিয়ম সেই সকল যাত্রীদের জন্য যাদের নিজেদের আইআরসিটিসি-র আইডির সঙ্গে আধার লিঙ্ক করা নেই।

Advertisements

আবার যে সকল যাত্রীদের আইআরসিটিসির আইডির সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে তারাও দ্বিগুণ টিকিট বুকিং করার সুযোগ পাবেন। তারা আগে যেখানে মাসে ১২টি টিকিট বুকিং করতে পারতেন, সেই জায়গায় এখন তারা ২৪ টি টিকিট বুকিং করতে পারবেন।

ভারতীয় রেলের এই সিদ্ধান্তের ফলে দেশের কোটি কোটি যাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। কারণ এই টিকিট বুকিং দ্বিগুণ হওয়ায় যাত্রীরা আরও বেশি অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন এবং তাদের লাইনে দাঁড়িয়ে টিকিট বুকিং করার সমস্যা পোহাতে হবে না।

Advertisements