সেন্ট্রাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর, ৫ বছর পর উঠে গেল এই বিধিনিষেধ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সুখবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পাঁচ বছর পর এই ব্যাংকের উপর থাকা বিধি নিষেধ তুলে নেওয়া হল কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে। এই ব্যাংক এ যাবত পিসিএ তালিকাভুক্ত ছিল। এবার সেই তালিকা থেকে বেরিয়ে এলো এই ব্যাংক।

Advertisements

পিসিএ তালিকা থেকে বেরিয়ে আসার ফলে এই ব্যাংক এবার থেকে কোনো রকম সীমাবদ্ধতা অথবা বিধি-নিষেধ ছাড়াই তাদের গ্রাহকদের ঋণ বিতরণ করতে পারবে। এর আগে এই তালিকায় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম নথিভুক্ত থাকার ফলে ঋণ দেওয়ার ক্ষেত্রে তাদের যেমন বিধি-নিষেধ ছিল ঠিক তেমনি বেশ কিছু ক্ষেত্রে ছিল সীমাবদ্ধতা।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ২০১৭ সালের জুন মাসে পিসিএ তালিকাভুক্ত করেছিল। পাঁচ বছর পর সেই বিধি নিষেধ তুলে নেওয়া হল। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পিসিএ তালিকাভুক্ত করা হয়েছিল মূলত উচ্চ হারে ‘নন পার্ফর্মিং অ্যাসেট’ থাকায় এবং সম্পদের কম রিটার্ন থাকায়।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মক্ষমতা পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে এই ব্যাংককে পিসিএ ওয়াচ লিস্টের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক monitoring board এই ব্যাংকের কর্মক্ষমতা পর্যালোচনা করছে।

এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কর্মক্ষমতার উন্নতি ছাড়াও ন্যূনতম মূলধনের নিয়মগুলি মেনে চলার বিষয়ে লিখিত আশ্বাস দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই পিসিএ ওয়াচ লিস্ট থেকে এই ব্যাংককে সরানো হয়েছে।

Advertisements