নিজস্ব প্রতিবেদন : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছিল UPI অ্যাপে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোন লেনদেনে পেমেন্ট করা যাবে। সেই ব্যবস্থা খুব তাড়াতাড়ি আনা হচ্ছে। সেইমতো দেশের তিনটি ব্যাঙ্ক এবার এই ব্যবস্থা চালু করে দিল। এই তিনটি ব্যাংক হল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক। ২০ সেপ্টেম্বর থেকে এই সকল ব্যাঙ্কে এই ব্যবস্থা চালু হয়েছে।
দেশে প্রথমবারের জন্য এই তিনটি ব্যাংক Rupay ক্রেডিট কার্ড চালু করল যার মাধ্যমে গ্রাহকরা UPI এর সাহায্যে পেমেন্ট করতে পারবেন। যেভাবে আগে ডেবিট কার্ডের তথ্য প্রদান করে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করা হতো সেই একইভাবে এই সকল ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।
এই পরিষেবা চালু করার পর ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া টুইট করে লিখেছে, “ইউপিআই ক্রেডিট কার্ড চালু হওয়ার সঙ্গে সঙ্গে ইউনিয়ন ব্যাঙ্কের রুপে ক্রেডিট কার্ডধারীরা BHIM অ্যাপের মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন।”
#UnionBankOfIndia is the chosen bank to offer #UPI payments on @RuPay_npci Union Bank Credit Card as announced by RBI Governor @DasShaktikanta in the presence of our MD & CEO A Manimekhalai and ED Mr. Nitesh Ranjan.#AmritMahotsav @RBI @NPCI_NPCI @DFS_India pic.twitter.com/cqS2kABQAT
— Union Bank of India (@UnionBankTweets) September 20, 2022
এই পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকরা এখন কিউআর কোড স্ক্যান করে অথবা অনলাইনে কোন উত্তর কিছু কেনাকাটার পর তা পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড ব্যবহার করে। এছাড়াও কোন দোকানে কেনাকাটার পরও পেমেন্ট করা যাবে ক্রেডিট কার্ড ব্যবহার করে ইউপিআই ব্যবহার করে।
PNB becomes one of the first banks to launch UPI on RuPay Credit Cards. At Mumbai today, RBI governor, Sh. Shaktikanta Das, launched "UPI ON CREDIT CARD" & "UPI LITE" in presence of Sh. Atul Kumar Goel, MD & CEO, & Sh.Kalyan Kumar, ED, PNB. (1/2) pic.twitter.com/XrYb6oicV6
— Punjab National Bank (@pnbindia) September 20, 2022
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের Rupay ক্রেডিট কার্ডের সঙ্গে ইউপিআই লিঙ্ক করেছে। এর ফলে এই সমস্ত ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা অনেক উপকৃত হবেন। বহু ক্ষেত্রেই দেখা যায় পেমেন্ট করার সময় অ্যাকাউন্টে টাকা থাকে না। অ্যাকাউন্টে টাকা না থাকলে এবার এই ক্রেডিট কার্ড ব্যবহার করেই নিশ্চিন্তে পেমেন্ট করা যাবে।