১০০০০ টাকা জরিমানা বা ৬ মাসের জেল থেকে বাঁচতে গাড়ি চালানোর সময় এটি মানুন

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে প্রতিদিন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাড়ছে যানবাহনের সংখ্যা। যানবাহনের এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনা আটকানো এবং পথ নিরাপত্তা বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে মোটর ভেহিকেল আইনে একাধিক পরিবর্তন আনা হয়েছে। সেই রকমই এমন একটি নিয়ম রয়েছে, যা না মানলে ১০০০০ টাকা জরিমানা অথবা ৬ মাসের জেল পর্যন্ত হতে পারে।

Advertisements

গাড়ি চালানোর ক্ষেত্রে যেমন চালকের ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় ঠিক তেমনি গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পলিউশন আন্ডার কন্ট্রোলের সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ কিছু নথির প্রয়োজন হয়ে থাকে। গাড়িতে এই সকল লতি না থাকলেই জরিমানার সম্মুখীন হতে হয় চালক অথবা গাড়ির মালিকদের।

Advertisements

পেট্রোল, ডিজেল, সিএনজি অথবা এলপিজি যেকোনো ধরনের গাড়ি থেকেই দূষণ ছড়াই। তবে এরই মধ্যে খেয়াল রাখতে হবে আপনার গাড়ি দূষণ নিয়ন্ত্রণের আওতায় রয়েছে কিনা। কারণ প্রতিটি গাড়ির ক্ষেত্রে দূষণের মাত্রার মাপকাঠি নির্ধারণ করা হয়ে থাকে। যদি সেই মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে Pollution Under Control বা PUC সার্টিফিকেট প্রদান করা হয়।

Advertisements

এই সার্টিফিকেটের মেয়াদ থাকে ৬ মাস। সেই মেয়াদ শেষ হলেই গাড়ির পলিউশন পরীক্ষা করিয়ে নতুন সার্টিফিকেট পুনর্নবীকরণ করাতে হয়। এর জন্য নিজেদের গাড়ি নিয়ে যেতে হয় নিকটবর্তী ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে। কিন্তু অনেকেই এই নির্ধারিত সময় ভুলে যান এবং সেই নির্ধারিত সময় ভুলে যাওয়ার ফলেই তাদের সমস্যার সম্মুখীন হতে হয়।

১৯৯৩ সালের মোটর ভেহিকেল আইনের ১৯০ নম্বর ধারা অনুযায়ী পেট্রল বা ডিজেল চালিত সব গাড়িতেই এই PUC সার্টিফিকেট থাকা আবশ্যক। নতুন গাড়ির ক্ষেত্রে এই সার্টিফিকেট করানোর প্রয়োজন হয় না প্রথম এক বছর। তবে এরপর থেকে প্রতি ছয় মাস অন্তর অন্তত তা করাতে হয়। সামান্য এই সার্টিফিকেট যদি না থাকে তাহলে আইন অমান্য করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা বা ৬ মাস পর্যন্ত জেল হতে পারে।

Advertisements