নিজস্ব প্রতিবেদন : করোনাকালে দেশের বিভিন্ন ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য বেশ কিছু স্পেশাল স্কিম চালু করেছিল। এই সকল স্পেশাল স্কিম অধিকাংশ দেওয়া হতো ফিক্সড ডিপোজিট অর্থাৎ স্থায়ী বিনিয়োগের ক্ষেত্রে। এই সকল স্পেশাল স্কিমের মধ্য দিয়ে অনেক বেশি সুদ দেওয়া হতো। বর্তমানে বেশকিছু ব্যাংক এই ধরনের স্পেশাল স্কিম বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে। ঠিক সেই রকমই দুটি ব্যাংক এই ধরনের স্পেশাল স্কিম বন্ধ করে দেওয়ার পথে।
প্রবীণ নাগরিকদের জন্য এই ধরনের স্পেশাল স্কিম বন্ধ করে দেওয়ার পথে হাঁটতে শুরু করেছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইডিবিআই ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাংক তাদের প্রবীণ নাগরিকদের জন্য যে স্পেশাল স্কিম চালু করেছিল তার নাম হলো HDFC Senior Citizen Care। অন্যদিকে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে এই ধরনের স্পেশাল স্কিমের নাম দেওয়া হয়েছিল IDBI Namam Senior Citizen Scheme।
আইডিবিআই ব্যাংকের তরফ থেকে তাদের এই স্পেশাল স্কিম আইডিবিআই নমম সিনিয়র সিটিজেন স্কিম চালু করা হয়েছিল ২০২০ সালের এপ্রিল মাসে। অন্যদিকে এইচডিএফসি ব্যাঙ্ক তাদের এইচডিএফসি সিনিয়র সিটিজেন কেয়ার চালু করেছিল ২০২০ সালের মে মাসে।
আইডিবিআই ব্যাঙ্কের তরফ থেকে তাদের প্রবীণ নাগরিক গ্রাহকদের এই প্রকল্পের আওতায় অতিরিক্ত ০.৭৫ শতাংশ সুদ দিয়ে থাকে। সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পান। এই প্রকল্পের আওতায় এরপরেও ০.২৫ শতাংশ সুদ অতিরিক্ত দেওয়া হয়। এই প্রকল্পের ম্যাচিউরিটি পিরিয়ড হল ১০ বছর।
একইভাবে এইচডিএফসি ব্যাঙ্ক তাদের এইচডিএফসি সিনিয়র সিটিজেন কেয়ার প্রকল্পের মধ্য দিয়ে ০.৭৫ শতাংশ অতিরিক্ত সুদ দিয়ে থাকে। এইচডিএফসি ব্যাংকের এই প্রকল্প ৫ থেকে ১০ বছরের জন্য।