দেরিতে আয়কর রিটার্ন দিলেও দিতে হয় না জরিমানা, অনেকেই এই নিয়ম জানেন না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে গত দু’বছর ধরে কেন্দ্র সরকারের তরফ থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এই বছর কেন্দ্র সরকার কোনরকম আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা বৃদ্ধি করেনি। নির্ধারিত সময়েই শেষ হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার দিন।

Advertisements

তবে এরপরেও আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। সেক্ষেত্রে করদাতাদের জরিমানা দিয়ে জমা দিতে হয় তাদের আয়কর রিটার্ন। আবার সব ক্ষেত্রেই যে জরিমানা দিতে হয় তা নয়। একাধিক ক্ষেত্রে আয়কর রিটার্ন দেরিতে জমা দিলেও কোনো রকম জরিমানা দিতে হয় না। বহু আয়করদাতা, যারা এই নিয়ম সম্পর্কে জানেন না।

Advertisements

১) মোট আয় প্রাথমিক কর ছাড়ের সীমা অতিক্রম না করলে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে দেরী হলেও কোন জরিমানা কাটা হয় না। তবে শর্ত একটাই, এই আয়ের ক্ষেত্রে যেন কোন বিদেশি উৎস না থাকে।

Advertisements

২) যাদের আয়ের উৎস কেবলমাত্র কৃষি কাজ এবং অন্য কোন আয়ের উৎস নেই তারা দেরিতে আয়কর রিটার্ন জমা দিলে জরিমানা দিতে হয় না।

৩) এর পাশাপাশি কেউ যদি প্রথমবার আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য আয়কর রিটার্ন ফাইল দাখিল করেন সেক্ষেত্রে তাকে কোনরকম জরিমানা দিতে হবে না সময়সীমা পেরিয়ে গেলেও। তিনি বছরের যেকোনো সময় এই আয়কর রিটার্ন ফাইল জমা করতে পারবেন।

একজন ভারতীয় নাগরিক হিসাবে প্রত্যেকের আয়কর রিটার্ন জমা দেওয়া প্রয়োজন। এর অনেক সুবিধা রয়েছে। এছাড়াও যাদের বিভিন্ন ক্ষেত্রে টিডিএস ইত্যাদি কাটা হয়ে থাকে তারা এই আয়কর রিটার্ন জমা না দিলে সেই টিডিএস-এর টাকা ফিরে পান না।

Advertisements