দুর্গাপূজার নতুন গান নিয়ে হাজির মিমি, ভিডিও না দেখলে মিস

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এসে গেছে দুর্গাপুজো। এই দুর্গাপূজো মানে কেবলমাত্র ঠাকুর দেখা নয়, পেট পুজো নয়, সঙ্গে রয়েছে গান বাজনা। এসব কথা জেনেই অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর দুর্গা পুজোর আগে নতুন গান নিয়ে হাজির। মহালয়ার আগেই এই গান মিমি চক্রবর্তী রিলিজ করেছেন।

Advertisements

এই গানটি সবার আগে এর টিজার রিলিজ হয়। সেই টিজার দেখেই মনে করা হচ্ছিল নতুন কিছু করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেটাই দেখা গেল ঠিক মহালয়ার আগে। এই অভিনেত্রী তার গানের মধ্য দিয়েই রঙিন করে তুললেন তার পুজোর দিনগুলি। গানের প্রতিটি কথা ও সুরে ফুটে উঠেছে পুজোর চার দিনের কথা।

Advertisements

এই বিষয়ে মিমি চক্রবর্তী একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পুজোর গান নিয়ে অনেকদিন ধরেই কিছু একটা করার পরিকল্পনা তার ছিল। পাশাপাশি তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে অনেক দর্শকরা তাকে পুজোর গান নিয়ে আসার জন্য অনুরোধ করেছিলেন। সেই জন্য তিনি এই গান নিয়ে এসেছেন। এই গান তৈরি করার আগে অনেকগুলি গান লেখা হয়েছিল কিন্তু তার মধ্যে এই গানটি পছন্দ হয়।

Advertisements

এই গানের শুটিংয়ের কাজ শুরু করা হয় বিশ্বকর্মা পূজোর সময় থেকে। সময় হাতে খুব কম থাকলেও তাড়াহুড়ো করেই এই গানের শুটিং থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মিমি চক্রবর্তী। পাশাপাশি তিনি জানিয়েছেন, গানের মধ্যে পূজোর যে অনুভূতি তা জাগিয়ে রাখার চেষ্টা চালানো হয়েছে। তিনি আশা করছেন এই গান প্রত্যেকের ভালো লাগবে।

পুজোয় প্ল্যানে মিমি চক্রবর্তীর তেমন কিছু পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। প্রতিবছর তিনি যেভাবে পুজো কাটান এই বছরও সেই একইভাবেই পূজো কাটাবেন। তবে তিনি জানিয়েছেন, এবার পুজোয় যদি তার এই গান সবার মুখে মুখে ঘোরে তাহলে সেটাই হবে পূজোর সবচেয়ে বড় উপহার।

Advertisements