খরচ কমিয়ে ভারতীয়দের জন্য খুলে গেল ভুটান, অনেক কম খরচে ভ্রমণের সুযোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে খুলে গেল ভুটানের দরজা ভারতীয়দের জন্য। জয়গাঁতে দীর্ঘ আড়াই বছর পর ভুটানের এই গেট খুলল। শুধু গেট খোলা নয়, এর পাশাপাশি ভুটান ভ্রমণের ক্ষেত্রে ভারতীয়দের জন্য খরচ অনেক কমিয়ে দেওয়া হল। ভুটান সরকারের এই সিদ্ধান্তের ফলে অনেক কম খরচে ভুটান ভ্রমণ করতে পারবেন ভারতীয় পর্যটকরা।

Advertisements

ভুটান গেট খুলে দেওয়ার পাশাপাশি পর্যটকদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লেটো শেরিং। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় প্রতিনিধিরাও। এদিন এই গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই শতাধিক ভারতীয় পর্যটক ভুটান ভ্রমণের জন্য পাড়ি দেন। এর পাশাপাশি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ এই গেট খুলে যাওয়ায় ভুটান থেকে তিন শতাধিক মানুষ এসে কেনাকাটা করেন জয়গাঁ ও চামুর্চিতে।

Advertisements

অন্যদিকে ভারতীয়দের জন্য ভুটান সরকারের তরফ থেকে তাদের দেশ ভ্রমণ করার ক্ষেত্রে যে অতিরিক্ত চার্জ বসানো হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে। করোনাকালে ভুটানে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বসানো হয়েছিল। এবার ভারতীয় পর্যটকদের ওপর বসানো সেই অতিরিক্ত চার্জ তুলে নিল ভুটান সরকার। এতে ভুটান ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় পর্যটকদের খরচ অনেক কমে যাবে।

Advertisements

বর্তমানে ভুটান ভ্রমণ করার ক্ষেত্রে ভারতীয় পর্যটকদের কেবলমাত্র দিতে হবে সাসটেনেবল ডেভলপমেন্ট ফি। এই ফি হিসাবে মাথাপিছু ১২০০ টাকা করে দিতে হবে। তবে যদি কোন ব্যক্তি বা পর্যটক যেদিন ভুটান যাবেন এবং সেই দিনই যদি ফিরে চলে আসেন তাহলে তাদের এই চার্জ দিতে হবে না। এই ছাড় কেবলমাত্র ভারতীয়দের জন্য দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

উৎসবের মরশুমে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন ভ্রমণের জন্য বিভিন্ন জায়গায় পাড়ি দিচ্ছেন। সেই মতো অনেকেই ভুটান ভ্রমণের পরিকল্পনা করে রেখেছেন। যারা ভুটান ভ্রমণের পরিকল্পনা করে রেখেছেন তাদের জন্য পূজোর আগে এই জয়গাঁ গেট খুলে যাওয়া এবং অতিরিক্ত চার্জ মুকুব করার খবর রীতিমত স্বস্তিকর।

Advertisements