সময়মতো বাড়ি পৌঁছে দিতে ভারতীয় রেলের নয়া উদ্যোগ, এই বিশেষ ট্রেনের ব্যবস্থা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসে বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব থাকার পাশাপাশি দেশ জুড়ে রয়েছে নানান উৎসব। নবরাত্রি, দশেরা, দীপাবলি, ভাইফোঁটা ইত্যাদির জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। এই উৎসবের মরশুমে লম্বা ছুটি থাকার কারণে যেমন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে যান, ঠিক তেমনি আবার পরিবার-পরিজনদের সঙ্গে বেশ কয়েকটা দিন কাটানোর সুযোগ থেকে যায়।

Advertisements

বেড়াতে যাওয়া অথবা নিজেদের কর্মস্থল থেকে পৈত্রিক বাড়িতে ফিরে আসা, অধিকাংশ ক্ষেত্রেই ভারতীয়রা নির্ভর করে থাকেন রেলের উপর। স্বাভাবিকভাবেই এই মরশুমে বাড়ি ফেরার কারণে ট্রেনের টিকিটের আকাল থাকে। এই সকল পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে পূজোর এই মরশুমে বাড়তি বেশ কিছু বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

এই সকল বিশেষ ট্রেনের মধ্যে কলকাতা থেকে আজমির একটি বিশেষ ট্রেন চলবে আগামী ৪ অক্টোবর থেকে। স্পেশাল এই ট্রেনের টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে যে সকল যাত্রীরা রেগুলার ট্রেনগুলির টিকিট পাননি তারা ০৩১২৫/০৩১২৬ কলকাতা-আজমের পুজা বিশেষ ট্রেনের টিকিট বুক করতে পারেন।

Advertisements

০৩১২৫ কলকাতা থেকে আজমির ট্রেনটি ছাড়বে ৪ অক্টোবর দুপুর দুটোর সময় কলকাতা স্টেশন থেকে। এই ট্রেনটি পরিষেবা দেবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। প্রতি সপ্তাহের মঙ্গলবার ট্রেনটি কলকাতা থেকে আজমিরের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি আজমির পৌঁছাবে পরের দিন সন্ধ্যা ৭:৪০ মিনিটে।

০৩১২৬ আজমির থেকে কলকাতা ট্রেনটি তার যাত্রা শুরু করবে ৫ অক্টোবর। অক্টোবর মাসের ২৬ তারিখ পর্যন্ত এই ট্রেন পরিষেবা দেবে এই ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার। ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে রাত্রি ১০টার সময় এবং কলকাতা এসে পৌঁছাবে শুক্রবার ভোর ৫টায়।

Advertisements