১০০, ৫০০ নোট চিনতে অসুবিধা! ব্যবহার করুন রিজার্ভ ব্যাঙ্কের এই অ্যাপ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে নগদে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ২০০০ টাকার নোট রয়েছে। এছাড়াও রয়েছে ১ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কয়েন। তবে অনেকেই রয়েছেন যারা এই নোট এবং কয়েন চেনার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হন।

Advertisements

সাধারণ মানুষেরা এই ধরনের নোট অথবা কয়েন চেনার ক্ষেত্রে কোন রকম অসুবিধার সম্মুখীন হন না। তাতেও অনেক সময় দেখা যায় তারা জালিয়াতির শিকার হন। তবে সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হন দৃষ্টিহীন এবং বিশেষভাবে সক্ষম ও শিক্ষার আড়ালে থাকা নাগরিকরা। এই সকল মানুষদের কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ২০২০ সালে একটি অ্যাপ আনা হয়।

Advertisements

২০২০ সালের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে যে অ্যাপটি আনা হয়েছে তার নাম হলো Mani অ্যাপ। এই অ্যাপটির বর্তমানে বেশ কিছু আপগ্রেশন করা হয়েছে। যার ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। যদিও এই অ্যাপ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে করা হয়েছে মূলত দৃষ্টিহীন এবং বিশেষভাবে সক্ষমদের জন্য।

Advertisements

এই অ্যাপ লঞ্চ করার সময় হিন্দি এবং ইংরেজি ভাষা থাকলেও বর্তমানে আরও ১১ টি ভাষা যুক্ত করা হয়েছে। এই অ্যাপটি ফোনে ইন্সটল করার পর সেখানে যে সকল সেটিংস করতে বলা হবে সেগুলিকে সঠিকভাবে অনুমতি দিতে হবে। সেই সকল অনুমতি এবং সেটিংস হয়ে যাওয়ার পর এই অ্যাপ নোট চিনতে সাহায্য করবে ব্যবহারকারীদের।

এই অ্যাপের মাধ্যমে ক্যামেরা অন করে নোটের সামনে রাখলেই একটি নিজে থেকেই সেই নোটটি কত টাকার তা বুঝে নেবে এবং ভয়েস কমান্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও ভাইব্রেশন সহ বিভিন্নভাবে নোট সম্পর্কে জানানো হবে। যদিও এই অ্যাপটি নির্ধারণ করতে সক্ষম নয় আপনার নোটটি আসল না নকল।

Advertisements