জেলে থাকলেও পুজোয় অনুব্রত পাবেন এলাহি খাবার, দেশি মুরগির ঝোল আরও কতকি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গত আগস্ট মাসের ১১ তারিখ সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। তার গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন সিবিআই হেফাজতে থাকার পর অবশেষে এখন রয়েছেন জেল হেফাজতে। পুজোর আগে শেষবার আদালতে পেশ করার সময় অনুব্রত মণ্ডল বিচারকের কাছে জামিনের আবেদন জানান। তবে সেই আবেদনে সাড়া দেননি বিচারক।

Advertisements

অনুব্রত মণ্ডল ও তার আইনজীবী বাড়ির দুর্গা পুজো একা তার মেয়ে সামলাতে পারবে না এমন দাবি রেখে জামিন চান। কিন্তু তাতে লাভ হয়নি। এর ঘোর বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবীরা। এরপরই তাকে ফের একবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুজোর আগেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ পাওয়াই স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলের পূজো যে জেলের মধ্যেই কাটবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

পুজো জেলের মধ্যে কাটলেও অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা আসানসোলের বিশেষ সংশোধনাগার কর্তৃপক্ষ এবার আবাসিকদের জন্য ভুরিভোজের আয়োজন করেছেন। জানা যাচ্ছে এবার পুজোয় অনুব্রত মণ্ডলের পাতে পড়বে ফ্রায়েড রাইস, মুরগির ঝোল, কাতলার সুস্বাদু পদ। অনুব্রত মণ্ডলের বিভিন্ন শারীরিক সমস্যা থাকার কারণে তাকে মেপে খাবার দেওয়া হয়।

Advertisements

সংশোধনাগার সূত্রে জানা যাচ্ছে এবার পুজোয় আসানসোল বিশেষ সংশোধনাগারে থাকা আবাসিকদের জন্য যা আয়োজন করা হয়েছে তাতে পুজোর চার দিন তারা পেটপুরে সুস্বাদু খাবার পাবেন। মাছ মাংস থাকার পাশাপাশি মহাষ্টমীতে থাকছে খিচুড়ি। প্রতিদিন রাতে স্পেশাল মিষ্টি দেওয়া হবে আবাসিকদের পাতে।

অন্যদিকে এই বছর আসানসোলের এই বিশেষ সংশোধনাগারে দুর্গা পূজার আয়োজন করা হবে এমন খবর ছড়িয়ে পড়েছিল। যদিও নিরাপত্তার খাতিরে তা করা হচ্ছে না এমনই জানা গিয়েছে। আসানসোলের এই বিশেষ সংশোধনাগারে বর্তমানে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল ছাড়াও রয়েছেন সায়গাল হোসেন, রাজু সাহানি, ইসিএলের আট শীর্ষ আধিকারিক।

Advertisements