নিজস্ব প্রতিবেদন : ভারতে প্রথম CDS অর্থাৎ চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন জেনারেল বিপিন রাওয়াত। তবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২১ সালের ডিসেম্বর মাসে তামিলনাড়ুতে একটি সামরিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার। দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন দাওয়াতের মৃত্যুর পর এই পদ ফাঁকা ছিল।
দীর্ঘ ৯ মাসের কাছাকাছি এই পদ ফাঁকা থাকার পর বুধবার দেশের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্ব পেলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। কেন্দ্রের তরফ থেকে ২৮ সেপ্টেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়, দায়িত্ব গ্রহণের দিন থেকে এবং পরবর্তী আদেশ না-আসা পর্যন্ত ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিবের দায়িত্বও সামলাবেন অনিল চৌহান।
লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানের দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৬১ খ্রিস্টাব্দের ১৮ মে জন্মগ্রহণ করেছিলেন উত্তরাখণ্ডের গাড়ওয়ালে। ৬১ বছর বয়সী এই অনিল চৌহানের সঙ্গে রয়েছে কলকাতার যোগ। তিনি তার জীবনের প্রথম দিকে পড়াশোনা করেছিলেন কলকাতার ফোর্ট উইলিয়ামের কেন্দ্রীয় বিদ্যালয়ে। রাজপুত পরিবারের অনিল চৌহান স্নাতক হয়েছিলেন খাডাগওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং দেরাদুন ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে।
তার কর্মজীবন শুরু হয় ১৯৮১ সালে। ভারতীয় সেনাবাহিনীর ১১ নম্বর গোর্খা রাইফেলে নিযুক্ত ছিলেন অনিল চৌহান। মেজর জেনারেল হিসেবে তিনি নর্থ কমান্ডের গুরুত্বপূর্ণ বারামুলা সেক্টরে এক পদাতিক বাহিনীকেও নেতৃত্ব দিয়েছেন। পরে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে উত্তর-পূর্ব ভারতের এক বাহিনীকে কমান্ড করেন।
পরবর্তীতে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তিনি ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০২১ সালের মে মাসে এই পদ থেকে তিনি অবসর গ্রহণ করেন। দেড় বছরের কাছাকাছি অবসর জীবনযাপনের পর কেন্দ্রের তরফ থেকে এমন একজন অভিজ্ঞ সেনা লেফটেন্যান্ট জেনারেলকেই দেশের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে বেছে নেওয়া হলো। সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা, এই তিন বাহিনীর মধ্যে সামঞ্জস্য রাখার জন্য এই পদ তৈরি করা হয়েছে।