বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে মহাসপ্তমীতে এই ৪ জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর বর্ষার মরশুমে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হলেও পুজোর মুখে বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এমনকি পূজোর আগে নতুন করে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হওয়ায় পুজোর সময় রাজ্যজুড়ে বৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মহাষষ্ঠী বা মহাসপ্তমী থেকেই এই বৃষ্টি শুরু হবে।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, মহাসপ্তমীতে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের। মহাষষ্ঠী অর্থাৎ শনিবার বঙ্গোপসাগরে যে জায়গায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের দূরত্ব অনেক।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যে জায়গায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই জায়গা অবশ্য পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে।

Advertisements

তবে ঘূর্ণাবর্তের অবস্থান পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে হলেও মহাসপ্তমীর দিন থেকেই দুর্যোগ নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি জায়গায়। এই ৪ জেলায় বৃষ্টির পরিমাণ থাকতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার।

অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তবে সেই সকল জেলায় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি ধরণের। এই সকল জেলার তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। উত্তরবঙ্গের যে সকল জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা।

Advertisements