নিজস্ব প্রতিবেদন : ভারতের বাসিন্দাদের কাছে গণপরিবহনের মেরুদন্ড হলো ভারতীয় রেল। প্রতিদিন দেশে লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন বলেই একে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। গণপরিবহনের এই মেরুদন্ডকে প্রতিনিয়ত অত্যাধুনিক করে তোলার প্রয়াস চালাচ্ছে ভারতীয় রেল। সেই রকমই এবার ভারতীয় রেলের তরফ থেকে নতুন এক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে অধিকাংশ যাত্রী কোথায় তার ট্রেন রয়েছে তা জানার জন্য ‘Where is my train’ অথবা অন্য কোন অ্যাপ ব্যবহার করে থাকেন। এই সকল অ্যাপ আপনার ট্রেন কোথায় রয়েছে তার সন্ধান দেওয়ার পাশাপাশি বিভিন্ন তথ্য প্রদান করে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় এই সকল অ্যাপগুলিকে ভুল তথ্য প্রদান করতে। আসলে এই সকল অ্যাপ থার্ড পার্টি অ্যাপ হওয়ার কারণে এমনটা হয়ে থাকে।
এই জায়গায় এবার যাতে যাত্রীদের কোনরকম অসুবিধা না হয় তার জন্য ভারতীয় রেলের তরফ থেকে এমন এক পরিষেবা আনা হচ্ছে যে পরিষেবার মাধ্যমে যাত্রীরা নিখুঁতভাবে জানতে পারবেন তার ট্রেন কোথায় রয়েছে। ভারতীয় রেল এই রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন প্রদান করার জন্য গাঁটছড়া বেঁধেছে ইসরোর সঙ্গে।
ইসরোর সহযোগিতায় এই যে RTIS তৈরি করা হচ্ছে তা একেবারে নিখুঁতভাবে যাতে ইনফরমেশন দেয় তার জন্য স্টেশনগুলি থেকে ট্রেন চলাচলের সময় ইঞ্জিনের সঙ্গে ইনস্টল করা হচ্ছে। এর ফলে এই সকল ট্রেনের রিয়েল টাইম ইনফরমেশন এবং ট্রেনগুলিকে ট্র্যাক করা সম্ভব হবে খুব সহজে। জানা যাচ্ছে, ভারতীয় রেল ইতিমধ্যেই ২১ টি বৈদ্যুতিক লোকো শেডে ২,৭০০ টি ইঞ্জিনে RTIS ডিভাইস ইনস্টল করেছে।
ট্রেনে RTIS ডিভাইস ইনস্টল করার পরিপ্রেক্ষিতে ট্রেনের ৩০ সেকেন্ডের মধ্যে লোকেশন আপডেট পাওয়া যাবে। এছাড়াও এই ডিভাইস ইনস্টল থাকার ফলে মানুষের কোন রকম সাহায্য ছাড়াই সংক্রিয়ভাবে ট্রেনের অবস্থান জানানো হবে। এই device সম্পূর্ণভাবে চালু হয়ে যাওয়ার পর যেকোনো ট্রেনের বর্তমান অবস্থা নিখুঁতভাবে জানা হাতের মুঠোয় চলে আসবে যাত্রীদের।