পুজোর আগে বিরাট বোনাস কেন্দ্রের, রেল কর্মীদের মধ্যে খুশির হাওয়া

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। এই উৎসবের মরশুমে বাংলায় যেমন রয়েছে সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব ঠিক তেমনি দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে নবরাত্রি থেকে শুরু করে দশেরা, দিওয়ালি সহ বিভিন্ন উৎসব। উৎসবের মরশুমে এবার কেন্দ্রের তরফ থেকে দেশের রেল কর্মীদের বিরাট সুখবর দেওয়া হল।

Advertisements

উৎসবের মৌসুমী রেল কর্মীদের এই সুখবর দেওয়া হয়েছে মূলত তাদের বোনাস নিয়ে। ২০২১ ২২ অর্থ বর্ষের বেতনের হিসাবে তাদের ৭৮ দিনের বেতন বোনাস হিসাবে দেওয়া হচ্ছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে রেলের ১১ লক্ষ নন গ্যাজেটেড রেল কর্মী ও আধিকারিকরা উপকৃত হবেন। কেন্দ্রীয় ক্যাবিনেটের তরফ থেকে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

কেন্দ্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোথাকার থেকে ২০০০ কোটি টাকা খরচ করতে হবে বলেও জানা যাচ্ছে। তবে এই বড় বোনাস এই প্রথম নয়, গত বছরও রেল কর্মীদের ৭৮ দিনের বেতন বোনাস হিসাবে দেওয়া হয়েছিল। একই পরিমাণ বোনাস রেল কর্মীরা পেয়েছিলেন তার আগের বছরেও। Production Linked Bonus ভিত্তিক হয়ে থাকে এই বোনাস।

Advertisements

রেল কর্মীদের এই বোনাস নিয়ে প্রতি বছর দুর্গাপুজোর আগে অথবা বিজয়া দশমীর আগে ঘোষণা করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতার ব্যতিক্রম হয়নি এই বছরও। সারা বছর ধরে রেলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকার নন গ্যাজেটেড কর্মীরা এই বোনাস পেয়ে থাকেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম থাকেন RPF/RPSF আধিকারিকরা।

চলতি বছর হিসাব করলে রেল কর্মীরা এই নিয়ে পরপর ১২ বছর পুজোর আগে বোনাস পাচ্ছেন। কাজের প্রতি কর্মীদের আকৃষ্ট আরও বৃদ্ধি করার জন্য এমন বোনাস দেওয়া হয় বলে গত বছর জানিয়েছিল কেন্দ্র। অন্যদিকে এদিন কেবলমাত্র রেল কর্মীদের সুখবর দেওয়া হয়েছে এমন নয়, এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪% ডিএ বৃদ্ধি করার ক্ষেত্রেও সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই ডিএ বৃদ্ধি করার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র পরিমাণ দাঁড়াচ্ছে ৩৮%।

Advertisements