বালাকোট এয়ার স্ট্রাইক তারই গেমপ্ল্যান, নয়া CDS অনিল চৌহানের শখও অবাক করা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কোন যুদ্ধবিমানে হবে অপারেশন, মিরাজ না সুখোই? কিভাবে পাক র‍্যাডারকে ফাঁকি দিয়ে হবে এয়ার স্ট্রাইক? বালাকোটে এয়ার স্ট্রাইক চালানোর সময় যদি পাক এয়ার ফোর্স পিছন তারা করে তাহলে পাল্টা কিভাবে দেবেন ভারতীয় বায়ুসেনার ফাইটাররা? বায়ু সেনা অফিসারদের সঙ্গে গোটা অপারেশনের নীল নকশা যিনি তৈরি করেছিলেন তিনি হলেন বর্তমান CDS অনিল চৌহান।

Advertisements

বুধবার অনিল চৌহানকে কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের দ্বিতীয় CDS হিসাবে বেছে নেওয়া হয়। ২০১৯ সালে ভারতীয় বায়ু সেনা যখন বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় সেই সময় মিলিটারি অপারেশনের ডিরেক্টর পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। শত্রু মার্কা জানা যাচ্ছে এই পরিকল্পনা গ্রহণের জন্য যারা মাথা হিসাবে ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন অনিল চৌহান।

Advertisements

এছাড়াও অনিল চৌহান তার ৪০ বছরের কর্মজীবনে একাধিকবার জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানের পরিকল্পনা গ্রহণ করেছেন। ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় যে সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল তারই বদলা হিসাবে বালাকোটে এয়ার স্ট্রাইক করার সিদ্ধান্ত নেয় মোদি সরকার। এই অপারেশনে একাধিক চ্যালেঞ্জ থাকলেও সেই চ্যালেঞ্জকে উপেক্ষা করে মিরাজ ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন অনিল চৌহান বলেই জানা যায়।

Advertisements

অনিল চৌহান ১৯৮১ সালে সেনাবাহিনীতে প্রথম যোগ দান করেন। তার প্রথম পোস্টিং ছিল ১১ গোর্খা রাইফেলস। অন্যদিকে এই ক্ষুরধার মস্তিষ্কের সেনা কমান্ডের শখ হলো মুখোশ কেনা এবং জমানো। তিনি প্রথমবার মুখোশ কিনেছিলেন নেপালে। এই মুখোশ সম্পর্কে তিনি পরবর্তীকালে আফ্রিকার অ্যাঙ্গোলাতে বহু কিছু জানেন।

মুখোশ কেনা এবং মুখোশ জমানো সম্পর্কে অনিল চৌহান যা জানিয়েছেন সেই অনুযায়ী জানা যায়, মুখোশের সঙ্গে সেই এলাকার লোক সংস্কৃতির একটি নিবিড় সম্পর্ক এবং যোগ রয়েছে। সেই কারণেই তিনি মুখোশ কিনে জমানো শুরু করেন। এখনো পর্যন্ত তার কাছে দেশ-বিদেশের মোট ১৬০ রকমের মুখোশ রয়েছে।

Advertisements