‘আসছে বছর আবার হবে’, রইল ২০২৩ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী, দেখতে দেখতে কেটে গেল পূজোর এই পাঁচটি দিন। এরপর আবার পুজোর সময় এই বছর যেভাবে বৃষ্টি অসুর হয়ে হাজির হয়েছিল তাতে পুজো উপভোগ করার ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি হয়ে দাঁড়ায়। যদিও বাংলার শ্রেষ্ঠ পুজোর দুর্গোৎসব প্রায় প্রত্যেকেই উপভোগ করেছেন।

Advertisements

বিজয়া দশমীর দিন দেবী দুর্গার ঘট বিসর্জনের পর বিষাদের সুর আকাশে বাতাসে থাকলেও প্রত্যেকেই আবার তাকিয়ে রয়েছেন পরের বছরের জন্য। ‘আসছে বছর আবার হবে’ এই ধ্বনি নিয়েই পরের বছরের জন্য দুর্গাপুজোর অপেক্ষায় আপামর বাঙালি। ক্যালেন্ডারের পাতায় আগামী বছর কোন দিন মহালয়া এবং দুর্গাপুজো রয়েছে তা একবার দেখে নেওয়া যাক।

Advertisements

চলতি বছর নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই দুর্গাপুজো হয়। যে কারণে প্রথম থেকেই বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে আগামী বছর পুজো এই বছরের থেকে কিছুটা দেরিতে হবে। যে কারণে এক বছরের বেশি সময় অপেক্ষা করতে হবে আগামী বছর দুর্গাপুজোর জন্য। এছাড়াও আগামী বছর নির্ধারিত সময়ে দুর্গাপুজো থাকার কারণে আবহাওয়া নিয়ে একটা নিশ্চয়তা রয়েছে। কারণ পরের বছর দুর্গা পুজো হবে কার্তিক মাসে।

Advertisements

২০২৩ সালে শারদোৎসবের নির্ঘণ্ট

মহালয়া : ১৪ অক্টোবর ২০২৩, শনিবার।

মহাষষ্ঠী : ২০ অক্টোবর ২০২৩, শুক্রবার।

মহাসপ্তমী : ২১ অক্টেবর ২০২৩, শনিবার।

মহাঅষ্টমী : ২২ অক্টোবর ২০২৩, রবিবার।

মহানবমী : ২৩ অক্টোবর ২০২৩, সোমবার।

বিজয়া দশমী : ২৪ অক্টোবর ২০২৩, মঙ্গলবার।

ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছর দুর্গা পুজোর জন্য ৩৮০ দিন অপেক্ষা করতে হবে। এছাড়াও বিজয়া দশমীর চার দিন পর শনিবার রয়েছে কোজাগরি লক্ষ্মীপুজো। কালী পূজো হবে নভেম্বর মাসের ১২ তারিখ।

Advertisements