নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের উপর প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ নির্ভরশীল। যে কারণে রেল পরিষেবাকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। প্রতিদিন ট্রেনের ওপর যেমন কোটি কোটি মানুষ নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন, ঠিক তেমনি আবার সেই সকল যাত্রীদের নিয়ে যাওয়া আসার জন্য হাজার হাজার মানুষকে প্লাটফর্মে আসতে হয়।
ভারতের যেকোনো রেল স্টেশনে প্লাটফর্মে আসার ক্ষেত্রে তাদের প্ল্যাটফর্ম টিকিট কাটা আবশ্যিক। তা না হলে তাদের জরিমানার সম্মুখীন হতে হয়। এবার উৎসবের মরশুমে এই প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। অনেক রেল স্টেশনে প্লাটফর্ম টিকিটের দাম তিনগুণ বৃদ্ধি করা হয়েছে।
প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি করার বিষয়ে গত ৫ অক্টোবর অর্থাৎ বুধবার নির্দেশ দিয়েছেন দিল্লি ডিভিশনের ডিআরএম। সেই নির্দেশে বলা হয়েছে নয়াদিল্লি সহ দিল্লি-এনসিআর-এর প্রধান রেল স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০ টাকা করার।
তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সম্পর্কে জানা যাচ্ছে, অক্টোবর মাসে নবরাত্রি, দশেরা ছাড়াও দিওয়ালি, ছট পুজো সহ বিভিন্ন উৎসব রয়েছে। এই সকল উৎসবে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্ল্যাটফর্মে ভিড় বাড়তে দেখা যায়। এই পরিস্থিতিতে যাতে অযথা কেউ ভিড় না জমান তার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, প্লাটফর্মে প্রচন্ড ভিড়ের কারণে বিগত সময়ে দিওয়ালি, দশেরা সহ বিভিন্ন উৎসবে এই সকল রেল স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি নিষিদ্ধ ছিল। যার ফলে স্টেশনে কেবলমাত্র যাত্রীরাই প্রবেশ করতে পারতেন। অন্যদিকে ফিরে লাগাম টানার জন্য করোনাকালে প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি করে করা হয়েছিল ৫০ টাকা।