নিজস্ব প্রতিবেদন : ফোনের বাজারে এক সময় রাজত্ব করলেও এখন আর সেই বাজার নেই নোকিয়ার। তবে ফিনল্যান্ডের এই সংস্থা নতুন করে বাজার ফিরে পেতে মরিয়া। এই সংস্থা তরফ থেকে এবার নতুন একটি অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ করা হলো। বৃহস্পতিবার তারা যে নতুন অ্যান্ড্রয়েড ফোনটি লঞ্চ করেছে তার নাম হলো Nokia G11 Plus।
এই ফোনে রয়েছে 4 GB RAM ও 64 GB স্টোরেজ। এর ডিসপ্লে ৬.৫ ইঞ্চি। চলতি বছর জুন মাসে বিশ্বের বিভিন্ন দেশে সংস্থার তরফ থেকে এই ফোনটি লঞ্চ করা হয়। এবার সেই সকল দেশে লঞ্চ করার পর ভারতেও এই ফোন লঞ্চ করা হলো। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই ফোনটিতে একবার চার্জ দিলে ৩ দিন চলবে।
সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে ভারতে নোকিয়ার এই G11 Plus স্মার্টফোনটির দাম পড়বে ১২৪৯৯ টাকা। এই ফোনে রয়েছে 4 GB RAM + 64 GB স্টোরেজ। এই ফোনটি দুটি রঙে উপলব্ধ রয়েছে বলেই জানা যাচ্ছে। একটি হলো নীল এবং অন্যটি ধূসর। খুব তাড়াতাড়ি এই ফোনটি বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটেও উপলব্ধ হবে এমনই জানা গিয়েছে।
এই ফোনে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তাতে 90 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। Unisoc T606 চিপসেট রয়েছে এই স্মার্টফোনে। এতে মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে এবং ৫১২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। এই ফোনটিতে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে তা হল Android 12।
Win over the evil bloatwares, ads and malware, with the all new Nokia G11 Plus, coming soon. #LoveTrustKeep #GotYourBack pic.twitter.com/lqPQBAwWYr
— Nokia Mobile India (@NokiamobileIN) October 5, 2022
পাশাপাশি এই ফোনটির ব্যবহারকারীরা Stock Android এর অভিজ্ঞতা পাবেন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ফোনটিতে আগামী দু’বছর android আপডেট এবং তিন বছর সিকিউরিটি আপডেট পাবেন। এই ফোনে যে পিছনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে তা হলো ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। সঙ্গে থাকছে ২ MP ফিক্সড ফোকাস ডেপ্ত সেন্সর। সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল সেন্সরের। Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। পাশাপাশি পাওয়া যাবে IP52 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন।