নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরশুমে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Jio চালু করেছে 5G পরিষেবা। Jio-র পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel-ও দেশের বেশ কিছু শহরে এই 5G পরিষেবা চালু করে দিয়েছে। তবে এই পরিষেবা কে নিয়েই প্রতারণার নয়া ফাঁদ পেতেছে প্রতারকরা। একটু এদিক ওদিক হলেই অ্যাকাউন্ট ফাঁকা হতে সময় নেবে না।
উৎসবের মরশুমে এই 5G পরিষেবা চালু হওয়ার পরই মোবাইল ব্যবহারকারীদের কাছে ফোন কল অথবা মেসেজ আসছে। সেই ফোন কল এবং মেসেজে বলা হচ্ছে, তাদের 4G সিম কার্ড 5G সিম কার্ডে আপগ্রেড করার জন্য। এর জন্য কোন খরচ হবে না বলেও জানানো হচ্ছে। তবে জানানো হচ্ছে, একটি ওটিপি মোবাইল নম্বরে পাঠানো হবে এবং তা তাদের দিতে হবে।
এই ওটিপির মধ্যেই লুকিয়ে রয়েছে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার অস্ত্র। কারণ ওই ওটিপি আসলে সিম কার্ড আপগ্রেড নয় বরং অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার ওটিপি। এখন কোন ব্যবহারকারী যদি সেই ওটিপি ফোন করা প্রতারককে শেয়ার করে থাকেন তাহলে তার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হবে।
এই বিষয়েই দিন কয়েক ধরে পুলিশের তরফ থেকে সামাজিক মাধ্যমে প্রচার চালানো হচ্ছে এবং ব্যবহারকারীদের সতর্ক করা হচ্ছে, যাতে করে এমন কেউ ফোন করলে অথবা মেসেজ করলে ওটিপি শেয়ার না করা হয়। ওটিপি শেয়ার করলেই নিমেষে অ্যাকাউন্ট থাকা হয়ে যেতে পারে।
5G পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই জামতারা গ্যাং সহ বিভিন্ন প্রতারক গোষ্ঠী এমন প্রতারণার ফাঁদ পেতেছে বলে সূত্রের খবর। বর্তমানে প্রায় অধিকাংশ ব্যবহারকারীদের মোবাইল নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতারকরা এই ধরনের ফাঁদ পেতে সহজেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করে নিচ্ছে।