নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে রেল পরিষেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসেবা হিসাবে মনে করা হয় গণপরিবহনের ক্ষেত্রে। কারণ প্রতিদিন এই পরিষেবার ওপর নির্ভর করে দেশের কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। কোটি কোটি মানুষের এই নির্ভরশীলতার কারণে রেল পরিষেবা গণপরিবহনের মেরুদন্ড হয়ে দাঁড়িয়েছে।
গণপরিবহনের এই মেরুদন্ডের অঙ্গ হিসাবে ভারতীয় রেলের তরফ থেকে দেশের ১৬ টি রেলস্টেশনকে PPP মডেলে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি ১৯৯টি রেল স্টেশনকে আধুনিকতার ছোঁয়ায় নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
PPP মডেল এই যে সকল রেলস্টেশনগুলিকে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই সকল রেলস্টেশনগুলির মধ্যে রয়েছে আনন্দ বিহার, তাম্বারাম, বিজয়ওয়াড়া, দাদার, কল্যাণ, থানে, আন্ধেরি, কোয়েম্বাটোর জং, পুনে, ব্যাঙ্গালোর সিটি, বরোদা, ভোপাল, চেন্নাই সেন্ট্রাল, দিল্লি হযরত নিজামউদ্দিন এবং অভদি। বেসরকারি খাতকে উৎসাহিত করা এবং যাত্রীদের উন্নত সুবিধা প্রদান নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে যে সকল রেল স্টেশনে দৈনিক ৫০ লক্ষের বেশি মানুষ যাতায়াত করে থাকেন সেই সকল রেলস্টেশনগুলিকে বেছে নেওয়া হয়েছে এবং সেগুলিকে আধুনিকতার ছোঁয়ায় বিমানবন্দরের মত সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরকম রেলস্টেশনের সংখ্যা ১৯৯।
সাজিয়ে তোলার পদক্ষেপ গ্রহণ হিসাবে ইতিমধ্যেই ৪৭ টি রেলস্টেশনকে নতুন করে গড়ে তোলার জন্য টেন্ডার ডাকা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। ৩২ টি রেল স্টেশনে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। অন্যদিকে পিপিপি মডেলের জন্য যে ১৬টি রেলস্টেশন বেছে নেওয়া হয়েছে সেগুলির জন্য খুব তাড়াতাড়ি টেন্ডার ডাকা হবে।