নিজস্ব প্রতিবেদন : দেশে দিন দিন মুদ্রাস্ফীতি বেড়ে চলার কারণে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে। এই সকল জিনিসপত্রের মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তবে এবার উল্টো পথে হেঁটে দীপাবলীর আগে সুখবর দিল সাবান প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে বেশ কিছু সংস্থা। তাদের তরফ থেকে নিত্য প্রয়োজনীয় সাবানের দাম কমানো হয়েছে।
উৎসবের মরশুমে যে সকল সংস্থা স্বস্তির খবর শুনিয়েছে তাদের মধ্যে অন্যতম হলো হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, গোদরেজ কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড-এর মতো FMCG কোম্পানিগুলি। এই সকল সংস্থার তরফ থেকে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দাম কমানো হয়েছে। এর মধ্যে ব্র্যান্ডেড কিছু সাবান উল্লেখযোগ্য।
সাবান তৈরির জন্য যে কাঁচামাল ব্যবহার করা হয় তার দাম কমার পরিপ্রেক্ষিতেই সাবানের দাম কমানো হয়েছে বলে জানা যাচ্ছে। ১৫ শতাংশ পর্যন্ত দাম কমানো হয়েছে বলে জানানো হয়েছে সংস্থাগুলির তরফ থেকে। সংস্থাগুলির আশা, দাম কমে যাওয়ার ফলে বিক্রি আগের তুলনায় বাড়বে।
হিন্দুস্তান ইউনিলিভার সংস্থার জনপ্রিয় দুটি সাবান লাইফবয় এবং লাক্সের দাম কমানো হয়েছে। এই দুটি সাবানের দাম ৫ থেকে ১১ শতাংশ কমানো হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে গোদরেজ নম্বর ওয়ান যে সাবান রয়েছে তার দাম কমানো হয়েছে ১৫ শতাংশ।
দাম কমার পর গোদরেজ নম্বর ওয়ান এক বান্ডিল সাবান অর্থাৎ ১০০ গ্রামের পাঁচটি সাবান আগে যেখানে ১৪০ টাকায় কিনতে হতো এখন তা পাওয়া যাবে ১২০ টাকায়। তবে এই সকল সাবানের দাম কমানো হলেও সার্ফ, রিন, হুইল এবং ডাভের মতো সাবানের দাম কমানো হয়নি। Godrej Consumer Products- এর CFO সমীর শাহ জানিয়েছেন, নানান কাঁচামালের দাম কমানোর সঙ্গে সঙ্গে তাদের দাম কমার সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছে।